
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার এর বাড়ি থেকে নগদ সাত কোটি টাকা উদ্ধার হল ! সেসঙ্গে তার বাড়ি থেকে কয়েক ভরি সোনার গয়না বাজেয়াপ্ত করেছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। তবে বিষয়টি নিয়ে সরকারিভাবে আপাতত কিছুই জানানো হয়নি সংবাদ মাধ্যমের কাছে।
সূত্রের খবর মঙ্গলবার দুপুরে একটার পরে এগরা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের, পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার চন্দন দাসের বাড়িতে যান রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার চারজন অফিসার। প্রায় ছয় ঘন্টার মত চলে তাদের তল্লাশি অভিযান। বাজেয়াপ্ত করা হয় নগদ ৭ কোটি টাকা এবং কয়েক ভরি সোনা। পুরকর্মী বাড়িতে যখন রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা অফিসাররা যান তখন সেখানে উপস্থিত ছিলেন না যার বিরুদ্ধে উঠেছে কাঠ মানি খাবার একগুচ্ছ অভিযোগ। সূত্রের খবর ১৯৯৩ সালে এগরা পৌরসভার অস্থায়ী সহকারী ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। ১৯৯৪ সালে স্থায়ী হয়ে গিয়েছিলেন। দীর্ঘদিন সেই পুর সভায় ছিলেন। আর সেখানেই তাঁর বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল। নিকাশি থেকে রাস্তা,সহ একাধিক ক্ষেত্রে কাট মানি নিয়ে ঠিকাদারদের বরাদ পাইয়ে দেওয়ার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। কিন্তু একটা সময় তাঁর বিরুদ্ধে নবান্নের অভিযোগও হয়েছিল। আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। পাশাপাশি আরও জানা গেছে, কোলকাতাতে একটি ফ্ল্যাট রয়েছে চন্দনের।রাজ্যের আর কোথায় তার সম্পত্তি রয়েছে সেই খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০