
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- মুর্শিদাবাদের ভরতপুরে প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল।অন্যদিকে কাকদ্বীপে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের ভাইপোর রক্তাত্ব দেহ উদ্ধার হল ধান খেত থেকে।ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকার রামতনু নগরে।মৃত যুবকের নাম রাকিব শেখ(২৭)।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বছর ২৭শের যুবক রাকিব শেখ।মৃত ওই যুবক কাকদ্বীপের মধুসূদন গ্রামপঞ্চায়েতের ৪নং বুথের সদস্য সালাউদ্দিন শেখের ভাইপো । জানা গিয়েছে, রাকিব বুধবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল তারপর থেকে তার আর খোঁজ মিল ছিল না। পরে বৃহস্পতিবার তার দেহ উদ্ধার হয় ধানখেত থেকে। এই ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কাকদ্বীপ কোস্টাল থানার পুলিশ।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।কি উদ্যেশে? ঠিক কি কারনে এই ঘটনা ঘটেছে সে বিষয় মৃতের পরিবারের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।
অন্য দিকে বুধবার রাত নটানগর তার নিজের বাড়ি ফিরছিলেন ষষ্টি ঘোষ নামে এক স্থানীয় তৃণমূল কর্মী। অভিযোগ রাস্তায় তাঁর বাইকের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। ধারালো অস্ত্রদিয়ে এলো পাথারি কোপ মারার পরই ঘটনাস্থলে মৃত্যু হয় ষষ্ঠী ঘোষের। মৃতের পরিবারের অভিযোগ, ষষ্ঠীকে এর আগেও একাধিকবার হামলা চালানো চেষ্টা হয়েছিল। আগে তিন থেকে চার বার তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। তাহলে কি ব্যক্তিগত কোন শত্রুতা জেরে এই ঘটনা নাকি রাজনৈতিক কোন হিংসার কারণে এ ঘটনা ঘটলো। ইতিমধ্যে তদন্ত নেমেছে ভরতপুর থানার পুলিশ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০