
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ছিন্তাইতে বাঁধা দিতেই দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় ৯দিনের মধ্যে পুলিশ ছয়জনকে গ্রেফতার করল। উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র। ধৃতরা সকলের পুলিশি হেফাজতে রয়েছে। ইতিমধ্যে ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসা করছেন অভিজ্ঞ তদন্তকারীরা বলে পুলিশ সূত্রের খবর।
প্রসঙ্গত গত ১১ই মে রবিবার রাতে ডায়মণ্ডহারবার পুলিশ জেলার বিষ্ণুপুর থানার আমতলার পানাকুয়া পঞ্চায়েতের ধাড়াপাড়ায় মুরগি ব্যবসায়ী শংকর ধাড়ার কর্মচারী দেবাশীষ প্রামানিক টাকা আদায় করে মালিকের বাড়িতে আসে। সে সময় দুটি বাইকে করে আসা চারজন দুষ্কৃতী টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। তীব্র চিৎকার চেঁচামেচি করায় গ্রামবাসীরা জোড়ো হয়ে দুষ্কৃতদের পিছনে ধাওয়া করে। সে সময় বেগতিক বুঝে দুষ্কৃতী দলের একজন গুলি চালালে গোবিন্দ পাঁজার(৩৫) বুকে লাগে। তাঁকে উদ্ধার করে কোলকাতা হাসপাতাল নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন দুষ্কৃতীদের প্রত্যেকের মুখে কালো কাপড়ে ঢাকা ছিল। তাঁরা জানত টাকা আদায় করে এই সময় ফিরবে। তাই আগে থেকে ওত পেতে ছিল।

এই ঘটনার পর ডায়মণ্ডহারবার পুলিশ জেলা জুড়ে চলে চিরুনী তল্লাশি।পাশাপাশি দুষ্কৃতীদের ধরতে ডায়মণ্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে এর নেতৃত্বে ভিন রাজ্যেও পাড়ি দিয়ে ছিল পুলিশের বিশেষ টিম। তবে পুরো ঘটনাটি ছিল একেবারে গোপনে ।শেষমেষ ঘটনার ৯দিন পর ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে ডায়মণ্ডহারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী ও অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুন কুমার দে এক সাংবাদিক সম্মেলন করে বলেন,অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। দুটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু খোয়া যাওয়া টাকা উদ্ধার হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০