পুলিশের হাত থেকে আসামি ছিনতাই ! আক্রান্ত পুলিশ, উত্তেজনা চোপড়ায়

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- প্রথমে গোয়ালপোখর তারপর ডোমকল আর তার সাথে এবার যুক্ত হলো উত্তর দিনাজপুরের চোপড়া ।পুলিশের কাছ থেকে অভিযুক্ত কে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল জানুয়ারি মাসে ডোমকলের আলিনগরে। সে সময় পুলিশ হেফাজতে থাকা আসামি ছিনতাই এর ঘটনা ঘটেছিল।ঠিক একই কায়দায় চোপড়াতেও দেখা গেল।
জানা গেছে,বহুদিন ধরে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত শাসকদলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মুজিবুর রহমান। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে ছিল।সম্প্রতি তার খোঁজ  পেয়েছিল পুলিশ।কিন্তু পুলিশের গাড়িতে তুলতে গিয়েই বাঁধলো গন্ডগোল ।হঠাৎই ঢাল হয়ে দাঁড়ালো গ্রামবাসীদের একাংশ। রীতিমতো পুলিশের গাড়ি আটকে অভিযুক্ত কে ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল ।রীতিমতো ধ্বস্তা ধ্বস্তি  শুরু হল পুলিশ কর্মীদের সঙ্গ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ার কালকাপুর এলাকায় । পরে তাঁর খোঁজ করতে যেতেই আক্রান্ত হতে হয় পুলিশ আধিকারিকদেরও। আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে, যারা অভিযুক্তকে পুলিশের কাছ থেকে পালাতে সাহায্য করলো তারা কি আদৌ গ্রামবাসী- না  অভিযুক্তর ঘনিষ্ঠ? এই ঘটনা এখন পর্যন্ত ১১ জন গ্রেফতার হয়েছে। অভিযুক্তির খোঁজে এলাকায় জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:-৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *