সন্তোষপুর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড,ভস্মীভূত একাধিক ঝুপড়ি

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- শিয়ালদহ দক্ষিণ শাখার সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন। রবিবার সকালে আগুন লাগে প্লাটফর্মে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় কমপক্ষে ২০ থেকে ২৫টি ঝুপড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটা ইঞ্জিন। স্থানীয় সূত্র জানা গেছে,প্ল্যাটফর্মের উপরে চায়ের দোকান থেকেই আগুন ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।তবে হতাহতের কোন খবর নেই।
সকাল ৬:৪৫ মিনিট নাগাদ প্রথম আগুনে লাগে এই চায়ের দোকানে জানান প্রত্যক্ষদর্শীরা। কিছুক্ষণের মধ্যে তা ছড়িয়ে পড়ে পাশাপাশি দোকানগুলিতে। এই ঘটনার পরে আতঙ্কিত হন যাত্রীরা।
এই অগ্নিকাণ্ডের ফলে তার প্রভাব পড়ে ট্রেন চলাচলের উপর।  বজবজে সকালে ব্যাহত হয় ট্রেন চলাচল।
আগুন নেভাতে বালতি করে জল এনে ঢালতে থাকেন স্থানীয়রা।পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ খুঁজে দেখছে পুলিশ। তবে প্রশ্ন উঠে সন্তোষপুর স্টেশনে যেভাবে দিনেদিনে জায়গা দখল করে ঘিঞ্জি দোকান গড়ে উঠেছে। পাশাপাশি এখানে নেই অগ্নিনির্বাপন ব্যবস্থা। এরফলে এখন দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:-৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *