
হিমাদ্রিশেখর মণ্ডল, বাংলার চাণক্য নিউজ,বজবজ : আজকের দিনে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো ধর্ম সভায় বক্তব্য রাখার পর ১৮ ফেব্রুয়ারি বজবজের পুরাতন রেলস্টেশনের কাছে হুগলি নদীতে স্বামী বিবেকানন্দের জাহাজ নোঙর করেছিল। ১৯ ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ বাংলার মাটিতে প্রথম পদার্পণ করেন বজবজের পুরনো কোমাগাতামারু রেল স্টেশনে। সেখান থেকে ট্রেনে করে তিনি কোলকাতার উদ্দেশ্যে রওনা দেন। ওই দিনটিকে স্মরণ করে গত আট বছর ধরে বিবেক সংহতি বিবেক ম্যারাথনের আয়োজন করে আসছে। কয়েকশ ছাত্রছাত্রী বজবজের পুরনো রেলস্টেশন থেকে কোমাগাতামারু বজবজ স্টেশনে ম্যারাথনে অংশগ্রহণ করেন। বজবজ থেকে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ- এ পদব্রজে যিনি পরিক্রমা করেছিলেন বজবজের সেই ভূমিপুত্র অচিন হালদার পতাকা নাড়িয়ে ম্যারাথন দৌড়ের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব, ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় শুভময় ঘোষ, বিশিষ্ট সমাজসেবী কমলেশ সিং, পুরোপিতা অশোক রায় প্রমুখ। অনুষ্ঠানে বিবেক সংহতির সভাপতি অভিষেক সাউ এবং সম্পাদক বিপ্লব দাস সকলকে ধন্যবাদ জানান।

আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনের পর স্বামী বিবেকানন্দ জাহাজে করে এসে এই বজবজ এর মাটিতে প্রথম নেমেছিলেন ১৯ ফেব্রুয়ারি। তাই ১৯ ফেব্রুয়ারি দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ন্যায় এবারও এই দিনটিতে একটি স্বামী বিবেকানন্দ স্পেশাল ট্রেন সাজিয়ে বজবজ থেকে শিয়ালদহ- এর দিকে রওনা দেয়। এই বছর প্রথম রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে ১২৯ তম স্মরণ উৎসব এবং ১৯ ফেব্রুয়ারি ২০২৫ স্বামী বিবেকানন্দের কলকাতার প্রত্যাবর্তন দিবস উদযাপন কমিটি হাতে নিলেন তাই এই বছর থেকে এই ট্রেনটির নাম দিয়েছে ‘বিবেক ট্রেন’। সহযোগিতায় পূর্ব রেলওয়ে, কোলকাতা পুলিশ, বজবজ পৌরসভা, কলকাতা পৌর সংস্থা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট বরানগর পৌরসভা ও বরানগর থানা এবং বজবজ স্মারক কমিটি, স্মৃতি রঞ্জন ঘোষ, স্নেহাশিস মিত্র, অসীম অধিকারী। শিয়ালদহ স্টেশন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধু সন্তবিন্দ ও ভক্তবিন্দ সবাই উপস্থিত ছিলেন।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০