
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- এস ইউ সি আই (সি) দলের পশ্চিবঙ্গ রাজ্য কমিটির আহবানে অভয়ার ন্যায় বিচার – গণ আন্দোলনের কর্মীদের উপর বর্বর পুলিশী অত্যাচার বন্ধ – রাজ্য সরকারি দপ্তর থেকে পঞ্চায়েত সমস্ত স্তরে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখা ও দুর্নীতি বন্ধের দাবিতে, আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি – স্বাস্থ্য -শিক্ষা -সহ সর্বক্ষেত্রে দুর্নীতি ও হুমকি সংস্কৃতি – জীবনদায়ী ৭৪৭ ওষুধের দাম বৃদ্ধি- বেকারি ও সাম্প্রদায়িক রাজনীতি – স্মার্ট মিটার চালুর বিরুদ্ধে এবং ২০১৬ প্যানেলের যোগ্য শিক্ষক ও শিক্ষা কর্মীদের পুনর্বহালের দাবিতে ৩ রা এপ্রিল রাজ্যের জেলায় জেলায় আইন অমান্য আন্দোলন সংগঠিত হয়।
এই কর্মসূচির অঙ্গ হিসেবে ডায়মণ্ড হারবার মহকুমা এলাকার সুনির্দিষ্ট দাবি যথা (১) স্থায়ী নদী বাঁধ নির্মাণ, (২) শিয়ালদা দক্ষিণ সেকশনের রেলপথ সম্প্রসারণ ও ট্রেনের সংখ্যা বৃদ্ধি, (৩) সেচের জল, (৪) জল নিকাশির সুব্যবস্থা, (৫) হিমঘর নির্মাণ, (৬) শ্রমনির্ভর শিল্প স্থাপন, (৭) জেলার অভ্যন্তরে ব্লক হাসপাতালগুলির সার্বিক উন্নয়ন, (৮) সুন্দরবনে নদীতে মানুষের অধিকার রক্ষা এবং জীবন জীবিকার অনুসারী শিল্প স্থাপন,(৯) কৃষকের ফসলের ন্যায্য দাম দেওয়া এবং (১০) জেলার অভ্যন্তরে মদের দোকান প্রসার বন্ধ করার দাবিতে এদিন ডায়মন্ড হারবার মহকুমা শাসকের দপ্তরের সামনে বিকেল ৩টা নগাদ গণ আইন অমান্য সংগঠিত হয়। এই আন্দোলনে বহু মানুষ সামিল হন। পরে ১১৭নং জাতীয় সড়ক অবরোধ করলে পরে পুলিশি হস্তক্ষেপে সরিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের।পরে মহকুমা শাসকের দপ্তরে সামনে বিক্ষোভ দেখানোর সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের তুমুল ধ্বস্তাধস্তি হয়।
এদিন আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দেন ডায়মণ্ড হারবার সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য গুণসিন্ধু হালদার, বিশ্বনাথ সরদার, শ্যামল প্রামানিক, সঞ্জয় মণ্ডল প্রমুখ।
এই আইন অমান্য আন্দোলন প্রসঙ্গে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা কমিটি,SUCI(C) সম্পাদক মন্ডলী সদস্য,রামকুমার মন্ডল বলেন,. “আজ ৩রা এপ্রিল সমগ্র রাজ্যের সাথে ডায়মন্ড হারবার এসডিও দপ্তরে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার পক্ষ থেকে আইন অমান্য সংগঠিত করা হয়। প্রায় পাঁচশত আইন অমান্যকারী অংশগ্রহণ করেন। বেকারি, মূল্যবৃদ্ধি,ওষুধের দাম বৃদ্ধি, ঢালাও মদের লাইসেন্সের,এসএসসি ২০১৬ প্যানেল বাতিলের ফলে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীর চাকরিখারিজ এর বিরুদ্ধে এবং স্থায়ী নদী বাঁধ, জয়নগর থেকে রামগঙ্গা ভায়া রায়দিঘি রেলপথ সম্প্রসারণ, জেলার সার্বিক উন্নয়নের দাবিতে সাধারণ মানুষ জীবন যন্ত্রণায় স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে সামিল হয়। আগামী দিনে এই সমস্ত দাবি নিয়ে এলাকায় গণ কমিটি গড়ে তুলে বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব”।_

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০