
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বাড়িতে ঘুমোতে যাবার আগে মশারি টানানোর সময় কেউটে সাপের ছোবলে গুরুতর আহত এক যুবক। নাম পালান সর্দার। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের কুমড়োখালি গ্রামে। বর্তমানে হাসপাতালে ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতালে নিয়ে আসার সময় সেই কেউটে সাপ কি সঙ্গে নিয়ে আসেন আহত ওই যুবক।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনের ক্যানিংয়ের কুমড়াখালি গ্রামে বুধবার রাতে বাড়িতে ঘুমোতে যাওয়ার সময় মশারি টানাছিলেন পালান সর্দার। ,সে সময় মশারির এক কোন ছিল ওই সাপটি, সে সময় কোন বোঝার আগেই সাপের ছোবল মারে, গুরুত্বড জখম হন তিনি। তাঁর আত্মচিৎকারে ছুটে আসেন, পরিবারের অন্যান্য সদস্যরা। সেসময় সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন পরিবারের সদস্যরা। পরে পরিবারের সদস্য তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।সঙ্গে নিয়ে আসা হয় মৃত কেউটে সাপের বাচ্চাটিকে। বর্তমানে ক্যানিং হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে । শেষ পাওয়া খবর পর্যন্ত দশটি এভিএস দেওয়া হয়েছে বলে জানিচ্ছেন চিকিৎসকরা। বর্তমানে বিপদ মুক্ত রয়েছেন ওই যুবক বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০