কোলকাতার ট্যাংরায় একই বাড়িতে ৩ জনের রহস্য মৃত্যু !

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- কোলকাতার ট্যাংরায় একই বাড়িতে তিন জনের রহস্য মৃত্যু। ওই পরিবারের ৬ জন সদস্য ছিল, তার মধ্যে তিন জনের দেহ উদ্ধার হয়েছে। দুই গৃহবধূ ও এক কিশোরীর । সেই সঙ্গে ওই পরিবারের দুই ভাই ও একজন নাবালক সন্তানকে বাইপাস থেকে। আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের গাড়িটি বাইপাসের ধারে কবি সুকান্ত মেট্রো স্টেশনের কাছেই এক  পিলারে ধাক্কা মেরে ৩জন অহত হন। এরা হলেন প্রণয় দে,প্রসুন দে  ও তাদের বছর ১৫ ছেলে।তাদেরকে কোলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার তদন্ত নেমে তদন্তকারীদের হাতে এসেছে ওই বাড়ির ঠিক কাছের এক সিসিটিভি ফুটেজ ।সেখানে বারোটা একান্ন মিনিট নাগাদ গাড়িটি গ্যারেজ থেকে বের করা হয়। এরপর ওই গাড়িতে দুজনকে চাপতে দেখা যায়। একজন গাড়ির সামনেএবং অন্যজন গাড়ির পিছন দিকে। রাত ১২টা৫৪ মিনিটে গাড়িটি গ্যারেজ থেকে বেরিয়ে যায় ।দুর্ঘটনা ঘটে প্রায় ৩টে ৩১ মিনিট নাগাদ আর এখানেই প্রশ্ন উঠছে। ট্যাংরা থেকে অভিশিক্তা মোড় প্রায়১৩ কিলোমিটার। সেখানে যেতে এত সময় কেন লাগলো? ফলে রাস্তার আশপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ গুলি খতিয়ে দেখছেন অভিজ্ঞ তদন্তকারীরা । পাশাপাশি তদন্তকারী সূত্রে আরও জানা গিয়েছে,এই ‘দে’পরিবারের চামড়ার ব্যবসা ছিল সেখানে কোন সমস্যা ছিল কিনা ।আবার সম্পত্তি গত কোন বিবাদ ছিল কিনা সেগুলিও খতিয়েদেখা হচ্ছে।  এদিকে বুধবার সকালে কোলকাতা পুলিশ কমিশনার ঘটনা স্তরে যান। বাড়িটি ঘুরে দেখেন, তারপরই এই সংবাদমাধ্যমকে জানান ট্যাংরারএকটি বাড়ির তিনটি ঘর থেকে তিনটি আলাদা দেহ উদ্ধার হয়। তবে এটা খুন নাকি আত্মহত্যা তা স্পষ্ট নয়। কিভাবে মৃত্যু হল তা এখনই বলা যাবে না। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হবে। সিসিটিভি এবং মোবাইল ফোনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *