
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- মাত্র ৩- ৪ মিনিটের ঝড় আর এর ফলেই দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘীর একটি গ্রামের তিনটে পাড়ায় ভাঙলো একাধিক বাড়ি । ঝড়ে বহু বড় বড় গাছ পড়ে ব্যাহত হয় বিদ্যুৎ পরিষেবা। দুর্যোগ পরিস্থিতি মোকামিলায় দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে ব্লক প্রশাসন ।
কখনো হালকা কখনো জোরে চলছে নিম্নচাপের বৃষ্টি। এদিকে দক্ষিণ ২৪ পরগনা সকাল থেকে মেঘলা আকাশ ছিল। আর তার মধ্যে সকাল প্রায় ৯টা নাগাদ রায়দিঘি বিধানসভা এলাকার কুমড়োপাড়া গ্রাম পঞ্চায়েতের উত্তর কুমড়ো পাড়া,উত্তর শঙ্কর ঘেরি এবং কাছারি পাড়া এই তিনটি পাড়ার উপর দিয়ে তীব্র বেগে বয়ে যায় ঝড় ।আর তার জেরে কার্যত লন্ডভন্ড হয় এলাকা ।এর ফলে ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি। এরমধ্যে কারও বাড়ির টালি, এডবেস্টার,টিনের চাল উড়িয়ে নিয়ে যায় ।সেই সঙ্গে বহু বাড়ি দেয়াল ভেঙে পড়ে। একাধিক জায়গায় রাস্তার পাশের বড় বড় গাছ হেলে পড়ে বিদ্যুতের তারের উপর। এর ফলে বিস্তীর্ণ অঞ্চলে দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট। ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় রায়দিঘি থানা পুলিশ। রায়দীঘির বিধায়ক ,মথুরাপুর ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং স্থানীয় পঞ্চায়েতের কর্মীরা।

এ বিষয়ে মথুরাপুর দু’নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহম্মদ নাজির হোসেন সংবাদমাধ্যমকে জানান, ‘ঝড়ে ফলে কুমড়োপাড়া গ্রাম পঞ্চায়েতের উত্তর কুমড়ো পাড়া,গায়েনের ঘেরির প্রায় ৩০-৩৫টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পঞ্চায়েতে ত্রাণ শুকনো খাবার, ত্রিপল পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তের মধ্যে ত্রিপল, চাল বিলির ব্যবস্থা করা হয়েছে’।

তবে দ্রত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার হয়েছে । স্থানীয় পঞ্চায়েত স্তরের কর্মীরা রাস্তায় ভেঙে পড়া গাছ কেটে যোগাযোগ স্বাভাবিক করেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এবিষয় রায়দীঘির বিধায়ক ডাঃ অলোক জলদাতা বলেন,কুমডো পাড়া গ্রামের উত্তর কুমড়ো পাড়া,উত্তর শঙ্কর ঘেরি এবং কাছারি পাড়া, মুলত মোট তিনটি পাড়ায় ক্ষতিগ্রস্ত ৩৫টা বাড়ি। তাদের অনেকের দেওয়াল পড়ে গেছে,টিন,এ্যাডবেস্টার,টালির চাল উড়ে গেছে।এছাড়াও প্রায় ৫০টা বাড়িতে ছোটখাটো ক্ষয়ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্তদের পর্যপ্ত ত্রাণ বিতরন করা হয়েছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০