
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বারুইপুরে বাজি কারখানায় ফের বিস্ফোরণ। ঘটনায় তিনজন আহত হয়েছেন। বাজি কারখানায় বিস্ফোরণের যে ঝলসে গেছে মহিলা সহ তিনজন। ঘটনাটি ঘটেছে চম্পাটির হাড়ালে। বিস্ফোরণে আহত পিন্টু মণ্ডল, শঙ্করি সরদার, ভক্তি সরদার। তাদেরকে আশঙ্কা জনক অবস্থায় নিয়ে যাওয়া হয় কোলকাতার হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টো নাগাদ ব্যবসায়ী ও হাড়ালের বাসিন্দা পিন্টু মণ্ডলের বাড়িতে আচমকাই আগুন লেগে যায় প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে এলাকা।বিকট আওয়াজ শুনতে পেয়ে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন এবং আগুন নেভানোর কাজ শুরু করেন।পরে আহতদের উদ্ধার করে কোলকাতার হাসপাতালে পাঠানো হয়। তবে স্থানীয়রা কেউ কেউ বলছেন,এবার কালী পূজা তেমন বাজি বাজার ছিল না। সম্ভবত সেই মজুদ বাজি ঘরে রাখা ছিল। পিন্টু মন্ডলের স্ত্রী যখন রান্না করছিলেন তখনই রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে ,সেই আগুন থেকেই বিস্ফোরণ ঘটে। আবার কেউ বলছেন, বাজি তৈরীর সময় এই ঘটনা ঘটতে পারে।যদিও এদিন দুপুরে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, বাজি ব্যবসায়ীর বাড়িটি সম্পূর্ণ রুপে ভেঙে যায়। সেই সঙ্গে আগুন ধরে যায়। ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ।ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:-৯১৫৩০৪৩৩৮০