চলন্ত লঞ্চ থেকে আচমকাই ডায়মণ্ডহারবার হুগলী নদীতে ঝাঁপ দিল যুবক !

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- প্রতিদিনই প্রায় কয়েক হাজার  যাত্রী পারাপার হয় ডায়মন্ড হারবার আর পূর্ব মেদিনীপুরের কুঁকড়াহাটি ফেরি সার্ভিসের মাধ্যমে ।কিন্ত আজ বিকেলের দিকে ঘটে গেল এক অঘটন। লঞ্চ ছাড়ার কিছুক্ষণের পরেই হঠাৎই নদীতে ঝাঁপ দিলেন এক বছর তিরিশের যুবক ।
ফেরি সার্ভিস ও যাত্রী সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪টে৪৫মিনিট নাগাদ ডায়মন্ড হারবার কুকড়াহাটি ফেরি সার্ভিস থেকে রবীন্দ্র নামের একটি লঞ্চ যাত্রী নিয়ে কুকরাহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ।লঞ্চটি  যখন ডায়মন্ডহারবার জল প্রকল্প বরাবর হুগলী নদী দিয়ে যাচ্ছিল সে সময় আচমকাই এক যুবক লঞ্চ থেকে হুগলি নদীতে ঝাঁপ দেয়। সে সময় লঞ্চের মধ্যে ব্যাপক চাঞ্চল ছড়ায় । কিছুক্ষণ লঞ্চ নিয়ে খোঁজাখুঁজির পাশাপাশি লঞ্চে থাকা কর্মীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে  ডায়মন্ডহারবার থানার পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা হুগলি নদীতে দ্রত তল্লাশি শুরু করে। রাত পর্যন্ত তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার করা যায়নি।সেই সঙ্গে যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এবিষয় ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস বলেন “প্রতিদিনের মতোই আজও ফেরি সার্ভিস চলছিল। আজ  পৌনে পাঁচটা নাগাদ লঞ্চ ছাড়ে ।যাত্রীদের এবং কর্মীদের কাছ থেকে জানা গেছে, যখন লঞ্চ চলছিল তখন অস্বাভিক আচরণ করছিল ওই যুবক। প্রথমে ভিতর ছিল, পরে হাত বাইরে বার করছিল। এ সময় হঠাৎই নদীতে ঝাঁপ দেয়।
ইতিমধ্যে  ডায়মন্ড হারবার থানার পুলিশ,সিভিল ডিফেন্স কর্মীরা নদীতে তল্লাশি চালাচ্ছে।যুবকের পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে”। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *