নাবালিকাকে লাগাতার ধর্যণে দোষী সৎবাবাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বারাসত আদালত

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  বছর তেরোর নাবালিকাকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সৎ বাবাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের  নির্দেশ দিল বারাসত আদালত। অভিযুক্তর বয়স বছর ৪৫ এ। তিনি উত্তর২৪পরগণার নিউটান থানা এলাকার বাসিন্দা।
 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের শুরুতেই মৃত্যু হয় নির্যাতিতার মায়ের ।তারপর থেকে সৎ বাবার কাছেই থাকছিলওই নাবালিকা।
অভিযোগ মায়ের মৃত্যুর কয়েক মাস পর অসহায় তার সুযোগ নিয়ে প্রায় টানা তিন মাস ধরে সৎ মেয়েকে ধর্ষণ করছিল সৎ বাবা। ভয় লজ্জায় এবং মা না থাকায় কাউকে সে কথা সাহস করে বলতে পারছিল না  ওই নাবালিকা। এদিকে ক্রমেই বেড়েছিল নির্যাতন। তবে এই ঘটনাটি স্থানীয় ক্লাবের সদস্যদের জানালে তারাই নিউটন থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত সৎ বাবাকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে অভিযুক্তর বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করে পুলিশ। মঙ্গলবার অভিযুক্ত কে দোষী সাব্যস্ত করে আদালত। বুধবার তার সাজা ঘোষণা করেন বিচারক। এই প্রসঙ্গে মামলার সরকারি আইনজীবী “গৌতম সরকার সংবাদমাধ্যমে জানান, “১৪ জন সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে দোষীকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড সহ ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী দোষীকে ক্ষতিপূরণ দিতে হবে। ৫০হাজার টাকা সহ সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সাহায্য নির্যাতিতা পাবে”।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *