শেয়ার বাজারে সব খুইয়ে শেষে সোনার দোকানে ডাকাতির ছক? মুকুন্দপুর কাণ্ডে চাঞ্চল্যকর নয়া তথ্য পুলিশের হাতে !

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- শেয়ার বাজারের বিপুল টাকা খুইয়ে শেষে সোনার দোকানে লুটের ছক দুই নার্সের(স্বাস্থ্য কর্মী) ।দক্ষিণ কোলকাতার মুকুন্দপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় নয়া মোড়।

 এদিন মুকুন্দপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্য কর ঘটনা পুলিশ জানতে পেরেছে ।
পুলিশ সূত্রে জানা গেছে, শহরের এক বেসরকারি হাসপাতালে কর্মরত দুই অভিযুক্তরা। সম্প্রতি রাজ্যে বেশ কয়েকটি জায়গায় সোনার দোকানে লুটের ঘটনা ঘটে ঠিক একই কায়দায় রবিবার মুকুন্দপুরের সোনার দোকানে লুট করতে যায় তারা। এদিন সকাল ১১ টা নাগাদ ক্রেতা সেজে ওই সোনার দোকানে দুস্কৃতীরা  ঢুকে পড়ে । দুস্কৃতীদের চেষ্টায় বাধা দিতেই দোকানের মালিকে তখনই টার্গেট করে গলায় ধারালো অস্ত্রের কোপে অসুস্থ হয়ে পড়েন মালিক।  দোকানে এমন ঘটনার সময় দোকানদারের আর্তচিৎকারে স্থানীয়রাই ছুটে এসে দুই দুষ্কৃতীকে ধরে ফেলে। পরে পুলিশের হাতে অভিযুক্তদের তুলে দেয়।দীপঙ্কর পাল এবং সাগর এই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেতেই পুলিশের জেরার মুখে ধুতরা জানিয়েছে,  তারা কোলকাতার নামি বেসরকারি হাসপাতালে কর্মরত। তারা প্রচুর টাকা লাগিয়েছে শেয়ার বাজারে সমস্ত টাকা খুইয়ে অপরাধের পথে  নেমেছে।ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।   

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *