হরিণের মাংস সহ গ্রেপ্তার ২

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- হরিণের মাংস সহ দুজনকে হাতেনাতে ধরলেন পাথরপ্রতিমার ভগবতপুর রেঞ্জের বনকর্মীরা। ধৃতরা হলেন উদয় সরকার ও সুলেখা গিরি। তাঁরা নামখানা হরিপুর এলাকার বাসিন্দা। এদের কাছ থেকে এক কেজি করে মোট দু কেজি করে মাংস বাজেয়াপ্ত করছে সুন্দরবনের বনকর্মীরা।
 হরিণের মাংস খাওয়ার জন্য কিনে নিয়ে যাচ্ছিল বলে তারা স্বীকার করেছে বলে দাবি করেছেন বনকর্মীরা।রবিবার গোপন সূত্রে খবর পেয়ে ওত পেতে ছিল বনকর্মীরা । পরে নামখানা চন্দন পিড়ি এলাকা থেকে দুইজনকে  হরিণের মাংস সহ হাতেনাতে ধরা হয় বলে জানা গিয়েছে।ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইন এর একাধিক ধারায় মামলা রুজু করেছে বনদপ্তর। বাজেয়াপ্ত  মাংস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি সোমবার ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে। উদয় সরকারকে ৪দিনের পুলিশ হেফাজত এবং সুলেখা গিরি কে ১৪দিনের জেল নির্দেশ দিয়েছেন বিচারক।
তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই দীর্ঘদিন ধরে চোরাশিকারীদের আনাগোনা ও তাদের শিকার চক্র যে এখনো সক্রিয় তা আরেকবার প্রমাণ হল। এখনো চোরা শিকার চলছে, সুন্দরবনে বলে মনে করছেন ওয়াকিবহল মহল।যদিও এই ঘটনার পর নড়ে চড়ে বসেছে বনদপ্তর।ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে মূল শিকড়ে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:-9513043380

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *