তপসিয়ার পর নিউ আলিপুরের বস্তি-ঝুপড়িতে আগুন

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- তোপসিয়ার পর এবার নিউ আলিপুর এর ঝুপড়িতে আগুন। আজ সন্ধ্যায় দুর্গাপুর ব্রিজ এলাকায় একের পর এক ঝুপড়িতে দাউ দাউ করে জ্বলছে আগুন । ঘটনাস্থলের খুব কাছেই রয়েছে বেসরকারি হাসপাতাল। সেক্ষেত্রে আতঙ্ক রয়েছে। গতকাল তপসিয়ার ঝুপড়িতে  আগুন লেগেছিল তার রেস কাটতে না কাটতেই আবারো কোলকাতার বুকে আগুনের ঘটনা।
এই ঘটনায় এখন পর্যন্তও  প্রায় আটটিরও বেশি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে। প্রথম দিকে তিনটি ইঞ্জিন এসেছিল পরে একের পর এক ইঞ্জিন আসতে থাকে। তবে কিভাবে আগুন লেগেছে এখনো কিন্তু তা পরিষ্কার নয়।  সূত্রের খবর ওই ঝুপড়ি গুলিতে প্রচুর দাহ্যবস্তু ঠাসা ছিল আর এর ফলেই  একের পর এক ঝুপড়িতে আগুন জড়িয়ে পড়ে। এর খুব কাছেই একটি বেসরকারি হাসপাতাল।

তবে প্রশাসনের তরফ থেকে ঝুপড়ি গুলির মধ্যে কেউ আটকে আছে কিনা সেও খতিয়ে দেখা হচ্ছে জানা গিয়েছে। আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা । এদিকে শীতের রাতে  মানুষ একেবারে দিশেহারা অবস্থা। কি করবেন এই পরিস্থিতিতে তা তারা বুঝে উঠতে পারছেন না।তবে ঘটনায় এখনও পর্যন্ত ঘটনাস্থলে খুব কাছাকাছি থাকা একাধিক ফ্ল্যাট এর বাসিন্দাদের সরানোর কাজ হচ্ছে। এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। দমকল মন্ত্রী সুজিত বসু সংবাদমাধ্যমে জানিয়েছেন ১৬ টি গাড়ি পাঠানো হয়েছে। আমি রাস্তায় আছি। পুরো বিষয়টা মনিটরিং এর কাজ করছি। কিছুটা সময় লাগবে। এই ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। আপাতত দুর্গাপুর ব্রিজের উপর যাবতীয় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।রাতে ঘটনা স্থলে আসেন কোলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরাদ হাকিম,মন্ত্রী অরূপ বিশ্বাস।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:-৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *