
ছবি-তপন দাস—-
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- শেষমেষ ধরা পড়ল সুন্দরবনের কুলতলির বাঘ। আজ মঙ্গলবার ভোর প্রায় তিনটে-সাড়ে ৩টে নাগাদ খাঁচা বন্দি হয় বাঘটি ।গতকাল গ্রামে ঢুকে পড়া বাঘটিকে ধরতে গিয়ে আহত হন এক বনকর্মী। এক লাফ দিয়েই ঘাড়ে থাবা বসায়, এরপর সঙ্গে থাকা সহকর্মীদের প্রচেষ্টায় কোনক্রমে আহত ওই বনকর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।এদিকে ঝোপ-জঙ্গলের ভিতরে পালিয়ে যাওয়া বাঘকে ধরতে কুলতলির একটি সব্জি ক্ষেতে। দুটি খাঁচা পাতেন বনকর্মীরা। টোপ হিসেবে ব্যবহার করা হয় ছাগল ।আর সেই ছাগল খাওয়ার লোভে আজ রাত ভোর তিনটে – সাড়ে তিনটে নাগাদ ধরা পড়ে বাঘটি ।বনদপ্তর সূত্রের খবর। খাঁচাবন্দি হওয়া বাঘটিকে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা হবে। পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, সেক্ষেত্রে বাঘটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হতে পারে।
প্রসঙ্গত,রবিবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলী ব্লকের মৈপীঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নাগেনাবাদ ৯ নম্বর মুলার জেঠির ঘাটের কাছে একটি বাঘ দেখতে পান স্থানীয় যুবক রাজকুমার সাঁপুই। পাশাপাশি দাবি করেন, বাঘটি জঞ্জল সংলগ্ন শ্মশানের পাশেই ঘোরাফেরা করছে। পরে সেই গ্রামের রাস্তা দিয়ে সাইকেলের চেপে বাড়ি ফেরার পথে বাঘটিকে দেখতে পান রাজকুমার সে সময়ই চিৎকার শুরু করলে আশপাশের মানুষজন ছুটে আসেন।সে সময় ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে বাঘের পায়ের ছাপ স্পষ্ট বোঝা যায় । এদিকে এই খবর চাউর হতেই স্থানীয়রাই খবর দেন বনদপ্তরের, রায়দিঘী রেঞ্জের নলগোড়া বীট অফিসে। এই খবর পাওয়ার পরই বনদপ্তরে কর্মীরা। জেটি ঘাটে পৌঁছান। এর সাথে পুলিশকর্মীরাও আসেন। তবে রাতে কিছু না দেখতে পেলেও সোমবার ভোর সকালের বাঘটিকে খাঁচা বন্দি করার পরিকল্পনা করে বনদপ্তর একটি দল তোড়জোর শুরু করে বাঘের খোঁজের সেই সময়, ঘন ঝোপের পাশে ধান খেতে বনকর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়ে। বাঘের হামলায় তিনজন বন কর্মীর মধ্যে একজনের ঘাড়ে থাবা বসায়। ঘটনায় গুরুতর আহত হন গণেশ শ্যামল নামে এক অস্থায়ী বন কর্মী। বাঘের আতঙ্ক রয়েছে এলাকায়। বনদপ্তরের কাছে স্থানীয়রা আবেদন জানিয়েছেন, যাতে বাঘটি দ্রুত খাঁচা বন্দি করে আবারও যাতে জঙ্গলে ফেরানো যায়। যদিও বাঘটির খোঁজ চালায় বনকর্মীরা। এদিকে আহত বনকর্মীকে স্থানীয় হাসপাতাল থেকে কোলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।তবে টানা রবিবার থেকে গ্রাম জুড়ে বাঘের আতঙ্কে তটস্থ ছিল মৈপীঠ-বৈকুন্ঠ পুর অঞ্চল।আজ বনকর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় বাঘ খাঁচাবন্দির খবরে স্বস্তি ফিরেছে কুলতলির মৈপীঠ এলাকায়।
ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০