
হিমাদ্রি শেখর মণ্ডল, বাংলার চাণক্য নিউজ,বাসন্তী – : সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার বাসন্তী রাজ্য সড়কের পালবাড়ির অদূরে কালীবটলায় অটোর ধাক্কায় গুরুতর আহত হয় বাসন্তী থানার সিভিক ভলেন্টিয়ার শুভাশিস বিশ্বাস।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলছিলেন শুভাশিস। সেসময় দ্রুতগতির একটা অটো এসে তাকে সজোরে ধাক্কা মারে, সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে শুভাশিস। গুরতর জখম অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কোলকাতায় পাঠানো হয়। পরে জানা গেছে, গুরুতর জখম ওই সিভিক ভলেন্টিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসন্তী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০