
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করলো বাংলাদেশ নৌবাহিনী। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মোংলা বন্দরের খুব কাছেই আটক হয় ।মৎস্যজীবীরা দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপ মহকুমার বাসিন্দা।
সূত্রের খবর,সম্প্রতি কাকদ্বীপ থেকে এফবি ঝড় ও ‘মঙ্গলচন্ডী ৩৮’। নামে দুটি ভারতীয় ট্রলার সমুদ্রে মাঝে ধরতে রওনা দিয়েছিল। এরপর গত রবিবার রাতে বাগেরহাট জেলার মোংলা বন্দরের খুব কাছেই টহলরত বাংলাদেশী নৌবাহিনী তাদের দেখতে পেয়ে পিছু অনুসরণ করে এবং দুইটি টলার সহ মোট ৩৪ জন মৎস্যজীবীকে আটক করে মোংলায় নিয়ে যাওয়া হয় ।সেই সঙ্গে ট্রলারে থাকা প্রচুর মাছ উদ্ধার করা হয় বলে জানা গেছে ।
এ বিষয় সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সতীনাথ পাত্র সংবাদ মাধ্যমকে জানান, “এ ধরনের ঘটনা নতুন নয়। আগেও ভারতের ট্রলার ভুলবশত বাংলাদেশে ঢুকে পড়েছে। আবার বাংলাদেশের ট্রলার ভারতের জলসীমায় এসেছে। তবে বাংলাদেশ এতটা সক্রিয় আগে হয়নি। এখন থেকে মৎস্যজীবীদের এ বিষয়ে আরো সতর্ক করতে হবে”।
এদিকে এই ঘটনার পর উৎকণ্ঠা দিন কাটাচ্ছেন বাংলাদেশের আটক কাকদ্বীপের মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা।কবে মুক্তি পেয়ে বাড়ি ফিরবে সেই আশায় রয়েছেন তাঁরা।
প্রশাসন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তর এবং রাজ্য প্রশাসন বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে তাদের মুক্তির বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০