এক হাতে ধারালো অস্ত্র,অন্য হাতে বৌদির কাটা মুন্ডু !পায়ে হেঁটে  বাসন্তী থানায় আত্মসমর্পণ করল দেওর

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- এক হাতে কাটা মাথা অন্য হাতে ধারালো অস্ত্র। জনবহুল রাস্তার এক পাশ ধরে হেঁটে  গিয়ে বাসন্তী থানায় আত্মসমর্পণ করল দেওর। শনিবার সকালে কার্যত হাড় হিম করা এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪পরগনার বাসন্তীর থানা এলাকার ৬ নম্বর ভরতগড় এলাকায়। এই দৃশ্য দেখে পথ চলতি সাধারণ মানুষ ভয় তটস্থ হয়ে ওঠেন। ওই যুবককে পরে পুলিশ গ্রেফতার করে। কিন্তু কি কারণে এই ঘটনা ঘটালো যুবক? এ বিষয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।


মৃতার নাম সতী মন্ডল বাসন্তীর ভরতগড় এলাকার বাসিন্দা। এই ঘটনায় অভিযুক্ত বিমান মণ্ডল ও এই এলাকারই থাকতেন। মৃতার এবং অভিযুক্তের সম্পর্কে বৌদি ও দেওরের। স্থানীয়দের অভিযোগ,শনিবার সকালের স্থানীয় একটি মাঠে দাঁড়িয়ে দুজনের মধ্যে তুমুল বাগবিতন্তা  চলছিল। অভিযোগ এর মধ্যেই আচমকাই ধারালো চপার দিয়ে বৌদিকে আক্রমণ করে বিমল মন্ডল। সঙ্গে সঙ্গে সতী মণ্ডলের দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়ে সতী মন্ডল। আর এরপর চুপ করে কিছুক্ষন দাঁড়িয়ে থেকে এক হাতে কাটা মুন্ডু নিয়ে অপর হাতে চপার নিয়ে রাস্তা  এক পাশ ধরে হাঁটতে শুরু করে অভিযুক্ত বিমল মন্ডল। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই ছবি ব্যাপক ভাইরাল হয়েছে। তবে কোন রকম অনুশোচনার লেসমাত্র নেই। রাস্তার এক পাশ থেকেই হেঁটে চলেছে। জনবহুল এলাকায় মানুষজন তাকে দেখে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়ে। এরপর পায়ে হেঁটে ধীরে ধীরে  বাসন্তী থানায় পৌঁছায়। সাত সকালে এমন দৃশ্য দেখে চাঞ্চল্য ছড়ায়।  ইতিমধ্যে কাটা মাথা এবং ধারালো অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনা তদন্ত শুরু হয়েছে। নৃশংস এই খুনের ঘটনা প্রসঙ্গে অভিজ্ঞ তদন্তকারীরা মনে করছেন। অভিযুক্তকে টানা জেরা করেই আসল কারণ জানা যাবে।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *