এবার মাধ্যমিকে পরীক্ষার্থী বাড়ল ৬২ হাজার

শিক্ষা

প্রতীকী ছবি—–

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- এ বছর বাড়লো মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে ৬২ হাজার। আগামীকাল সোমবার সকাল ১১টা থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন। গত বছর এই সংখ্যাটি ছিল ৯লক্ষ ২২ হাজার ৬৩৬ জন। এবারে মাধ্যমিকেও ছাত্রী সংখ্যা বেশি। তবে পরীক্ষার্থীর  সেইসংখ্যা বাড়লেও এবছরের প্রধান ভেন্যুর সংখ্যা কমানো হয়েছে।
মধ্যশিক্ষা পর্ষদের তথ্য অনুযায়ী। এ বছরের মোট মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৬০৩ জন ছাত্র এবং ছাত্রী সংখ্যা হল ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন। মোট ২৬৮৩ টি স্কুলের মাধ্যমিকের সিট পড়েছে। রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প সহ মেয়েদের শিক্ষার প্রসারের জন্য রাজ্য সরকারের একাধিক উদ্যোগের ফলে মাধ্যমিক পরীক্ষায়  মেয়েদের অংশগ্রহণের সংখ্যা বেড়েছে বলে মনে করছেন বিভিন্ন মহল ।
জেলা ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী সব থেকে বেশি পরীক্ষার্থী দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এই জেলা থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৯৩, ০৬৮ জন। উত্তর ২৪ পরগণায় ৮৮ হাজার ৯৫০ জন। মুর্শিদাবাদের পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৮ হাজার ৭৫৪ জন। এই জেলায় ৮৪ হাজার ২২৮ জন । সেই সঙ্গে উত্তর দিনাজপুর কোচবিহার, পুরুলিয়া এবং নদীয়াতে  ৫ হাজারের মতো পরীক্ষার্থী বেড়েছে।তবে প্রধান ভেন্যুর সংখ্যা গত বছরের ৯৮৬ থেকে কমিয়ে করা হয়েছে ৯৪৭ ।যদিও প্রশাসনিক সুবিধার্থে সাব ভেন্যুর সংখ্যা বাড়ানো হয়েছে। 
 মাধ্যমিকের টোকাটুকি রুখতে এবার কড়া নজরদারি শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেই সাথে প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে । উল্লেখ করা হয়েছে গত বছর প্রশ্ন ফাঁসে জড়িত অভিযোগে মালদা জেলা থেকে ৪০ ৪২ জন গ্রেফতার করা হয়েছিল। ফলেএই জেলায়  বাড়তি নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। পাশাপাশি প্রশ্নপত্র দেওয়ার পরে কোন পরীক্ষার্থীর কাছে মোবাইল বা ইলেকট্রনিক্স সরঞ্জাম পাওয়া গেলে সমস্ত পরীক্ষা বাতিল করা হবে।এবার  সিভিক ভলেন্টিয়ার দিয়ে পরীক্ষা কেন্দ্রের ভিতর ডিউটি দেওয়া হবে না। তাদের পরীক্ষা কেন্দ্রের বাইরে ডিউটি দেওয়া হবে।

 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *