
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের আরও এক উল্লেখযোগ্য পদক্ষেপ। রাজ্য পুলিশের কর্মী থেকে আধিকারিকদের জন্য এবার সুষ্ঠু বদলি নীতি তৈরি করল রাজ্য পুলিশ প্রশাসন। এবার থেকে রাজ্য পুলিশের কর্মী থেকে আধিকারিকরা নিজেদের বদলির জন্য আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে। তার জন্য নির্দিষ্ট পোর্টাল তৈরি করেছে রাজ্য পুলিশ।এই কার্যত খুশি পুলিশ কর্মীরা।
ডিজি এই বিষয় সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যে সমস্ত জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আগের পুরনো ব্যবস্থায় কনস্টেবল থেকে সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশকর্মীদের হাতে লিখে বদলির আবেদন করতে হতো সংশ্লিষ্ট জেলায়। ফলে একাধিক ধাপ পেড়িয়ে সেই আবেদন পৌঁছতো ভবনী ভবনের পুলিশ ডিরেক্টরেটে। আবার সেখানে বহুদিন ফাইল বন্দী হয় পড়ে থাকত বলে অভিযোগ। এবার সেই আবেদন এবার পদ্ধতি উঠে যাচ্ছে ,পরিবর্তে পোর্টালের মাধ্যমে আবেদন করা নিয়ম চালু হচ্ছে। তবে এক্ষেত্রে যখন খুশি আবেদন করা যাবে না । কেবল মাত্র বছরের মধ্যে একবার ডিসেম্বর মাসে সেই আবেদন করা যাবে নির্দিষ্ট পোর্টালে।
রাজ্য পুলিশ বাহিনীতে বদলির নিয়ে দীর্ঘদিন ধরে নিচু তলার কর্মীদের থেকে আধিকারিকদের মধ্যে একটা ক্ষোভ ছিল বলে অভিযোগ।। এমনকি মুখ্যমন্ত্রী কার্যালয় তারা অভিযোগ পত্র জমা করেছিল যে, মোটা টাকা দক্ষিণা না দিলে বদলি বা পোস্টিংয়ের ফাইল নড়ে না। জানা গিয়েছে ভবানী ভবনের থেকে নাকি এই বদলির বিষয়টি দুই একজন আধিকারিক নিয়ন্ত্রণ করেন। আর এই অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই সূত্রেই সামনে আসে বড়কর্তার ঘনিষ্ট হওয়া বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পছন্দের জায়গায় নাকি অনেক পুলিশ কর্মী থেকে আধিকারিক বদলি নিয়ে নেয় বলে অভিযোগ। এরপরই বহুদিনের পুরানো ঘুঘুর বাসা ভাঙতেই মুখ্যমন্ত্রী অনলাইনে বদলি আবেদন নীতির চালু সিদ্ধান্ত নেন। মুখ্যমন্ত্রীর উল্লেখযোগ্য অনলাইন বদলি নীতির সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের পুলিশের নিচুতলার কর্মী থেকে আধিকারিকদের মধ্যে থাকা ক্ষোভ অনেকটাই প্রশমিত হবে বলে মনে করছেন অভিজ্ঞ ওয়াকিবহামহল। তাই তাঁরা মুখ্যমন্ত্রীর এই অনলাইনে বদলি আবেদন নীতির সিদ্ধান্তে রীতিমতো খুশি রাজ্য পুলিশ কর্মীরা।
রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, Ehrms Portal এ বদলির আবেদন গ্রহণ করা হবে বছরে একমাত্র ডিসেম্বর মাসে। কেবলমাত্র একমাস আবেদন করা যাবে। আবেদন দীর্ঘদিন পড়ে না থাকে সেই জন্য কতদিনের মধ্যে ফাইল ছাড়তে হবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ফাইল এসপির কাছে আসার ১০ দিনের মধ্যে তিনি মতামত জানাবেন। সেই সঙ্গে তাঁর উপরের কর্তা অর্থাৎ রেঞ্জের দায়িত্বে থাকা আধিকারিকদের মতামত জানাতে ১০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। যেমন মহিলা কনস্টেবলরা ৮ বছর চাকরির পর এক্ষেত্রে পুরুষ কনস্টেবল ১৫ বছর চাকরির পর নিজের জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। এছাড়া অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর বা (এএসআই )এবং সাব ইন্সপেক্টর( এস আই) এবার থেকে নতুন নিয়ম মেনে তাদের কর্মজীবনের অবসরের ৪ বছর আগে নিজের জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। সেই সঙ্গে পদোন্নতির পর সংশ্লিষ্ট পুলিশকর্মীর পোস্টিং এর জন্য তাঁর পছন্দের মত পাঁচটি জায়গার কথা বলতে পারবেন আগে এই ব্যবস্থা ছিল না। ডিজির নির্দেশিকায় আরো উল্লেখ আছে নিজের বিধানসভা এলাকায় কোন পুলিশকর্মী পোস্টিং দেওয়া যাবে না। কারণ এ নিয়ে অতীতে বারবার প্রশ্ন ওঠায় অস্বস্তিতে পড়তে হয়েছে সরকারকে আবার কেউ যদি ইচ্ছা প্রকাশের পরেও প্রমোশন না নেন সে ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ও বলে দেওয়া হয়েছে।তবে বহু দিনের বদলির নিয়ম নীতি পরিবর্তন হওয়ায় খুশি পুলিশ কর্মীরা।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন:- ৯৭৩২৫২০৩৮২