
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- কাকদ্বীপে ভয়াবহ দুর্ঘটনা। বাস লরির মুখোমুখি সংঘর্ষ। বাসের চালক সহ জখম বহু যাত্রী। বুধবার সকালের ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের কাশিনগরের কামারহাটের কাছে। প্রচন্ড এই সংঘর্ষের জেরে বাসের সামনের দিকের কিছুটা অংশ দুমড়ে ভিতরের দিকে ঢুকে যায়। ঘটনার খবর জানার পরেই ঘটনাস্থলে আসে কাকদ্বীপ থানার পুলিশ। আহতদের দ্রুত কাকদ্বীপে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৭টা নাগাদ কোলকাতাগামী কাকদ্বীপ বকখালি রুটের সরকারী বাস যাচ্ছিল সেই সময় উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী লরির মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে। এই সংঘর্ষের আওয়াজ এতটাই তীব্র ছিল যে, শব্দ শুনেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। বাসের ভিতরে থাকা যাত্রীরা এদিক ওদিক ছিটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করেন । স্থানীয়রাই খবর দেন কাকদ্বীপ থানায়। ঘটনা খবর পেয়ে কাকদ্বীপ থানার পুলিশ এসে আহতদেরকে উদ্ধার করে। ঘটনার জেরে ১১৭ নম্বর জাতীয় সড়কে সকালের দিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগস্ত গাড়ি দুটিকে সরিয়ে নেওয়া হয়।ফলে স্বাভাবিক হয় যান চলাচল।
এই ঘটনায় বাস ও লরি চালক সহ আরো কমপক্ষে প্রায় ১০ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা সঠিকভাবে জানা যায়নি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০