কুলপিতে খুন তৃণমূলের পঞ্চায়েত  সদস্য !

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-ভর সন্ধ্যায় কুপিয়ে খুন  তৃণমূলের পঞ্চায়েত সদস্য । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা কুলপিতে। মৃত তৃণমূলের পঞ্চায়েত   সদস্যের নাম নুরুদ্দিন হালদার।  কুলপি দৌলতপুরের বাসিন্দা ছিলেন। পাশাপাশি গাজীপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য। রবিবার সন্ধ্যা- আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,নামাজ পড়তে মসজিতে আসার পথে, বাড়ি থেকে তিন চার মিনিট দূরে রাস্তার উপরে আচমকাই দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে  ধারালো অস্ত্র দিয়ে সারা শরীর কোপায়। রক্তাত্ব অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কুলপি স্থানীয় গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকেকে মৃত্ বলে ঘোষণা করেন।
এ ঘটনা সঙ্গে কোন রাজনীতির যোগ রয়েছে কিনা এবিষয় তৃণমূলের পক্ষ থেকে তেমন কিছু সংবাদ মাধ্যমে জানানো হয়নি। যদিও কুলপি বিধায়ক যোগ রঞ্জন হালদার সংবাদ মাধ্যমে জানান, গ্রাম্য কোন বিবাদী জড়িয়ে পড়েছিলেন তাদের নেতা। সেই কারণেই খুন কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে । ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এবিষয় সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও সংবাদমাধ্যমকে জানান,ঘটনা স্থলে পুলিশ রয়েছে ।কে বা কারা খুন করেছে,তার তদন্ত করছে পুলিশ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:-৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *