
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় গভীর ভাবে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গভীর রাতেই ঘটনায় আজ বুধবার তাঁর এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘মহাকুম্ভে মর্মান্তিক পদপৃষ্ঠ হওয়ার ঘটনার আমি খুবই মর্মাহত। ১৫ জন মারা গিয়েছেন, সকলের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল’। সেই সঙ্গে গঙ্গাসাগর মেলার প্রসঙ্গ তুলে বন্দোপাধ্যায় লেখেন, গঙ্গাসাগর থেকে যা শিখেছি তাতে আমার মনে হয়, এই ধরনের বড় জমাতের ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা ও নজরদারিতে কোন ফাঁক রাখলে চলবে না। বিশেষ করে যেখানে পুণ্যার্থীদের জীবনের প্রশ্ন জড়িত থাকে, সেখানে পরিষেবা সর্ব্বোচ হতে হবে।মৃতদের আত্মার জন্য শান্তি কামনা করছি’।

বুধবার মৌনী অমাবস্য্যায় অমৃতস্নান আর ঠিক এর আগে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কোটি কোটি মানুষের ভিড় যেখানে সেই ব্যারিগেট ভেঙে পদপৃষ্টের ঘটনা ঘটে।বিভিন্ন সংবাদমাধ্যম এবং সূত্রের খবর, বহু মানুষ এখনো নিখোঁজ। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের ভিড়। তবে সরকারী ভাবে মৃতের সংখ্যা পাশাপাশি আহতদের সংখ্যা ঘোষণা করলে পুরো বিষয়টি আরো পরিস্কার বোঝা যাবে বলে মনে করছেন বিভিন্ন মহল।
ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০