
হিমাদ্রিশেখর মণ্ডল ,বাংলার চাণক্য নিউজ, গোসাবা :- সোমবার সন্ধ্যায় গোসাবাতে এক গৃহবধুর সাথে অবৈধ প্রেম নিয়ে অশান্তির ফলে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করেন প্রেমিক। সেই সময়ই তাকে বাঁচাতে এলে ছুরির আঘাতে গুরুতর আহত হন ওই বাড়িরই আর এক বউ। এমনটাই পরিবারের লোকজনের অভিযোগ।
তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গোসাবা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে দুই গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে চিকিৎসার জন্য কোলকাতায় স্থানান্তরিত করা হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে গোসাবা থানার পুলিশ। তবে পরিবারের অভিযোগ, গত দু’দিন আগে ফোন করে খুন করার হুমকি দেয় ওই প্রেমিক। বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে জানা যাচ্ছে, সেই কারণেই এই খুনের চেষ্টা এমনটাই মনে করছেন পরিবারের লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০