ঘূর্ণিঝড় ‘দানা’র মোকাবিলায় প্রস্তুত রাজ্য, নেওয়া হল একাধিক পদক্ষেপ জানালেন- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Uncategorized রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় এবার বাড়তি সর্তকতা নিচ্ছে রাজ্য সরকার ।আজ মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে এ বিষয়ে বিস্তারিত জানালেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড়ের জেরে একাধিক জেলার ক্ষতি আশঙ্কা দেখা দিয়েছে। রাজ্যে বিভিন্ন জেলার সঙ্গে কোলকাতা শহরের নানা প্রভাব পড়বে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আর সেই কারণেই আটটি জেলায় ২৩ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে। পাশাপাশি বন্ধ থাকবে ফেরীপরিষেবা । সব সময় সতর্ক থাকা নির্দেশ দিয়েছেন ডিএম এসপিদের। নবান্ন এবং জেলা স্তরেও করা হবে কন্ট্রোল রুম। এখন বিপদজনক এলাকার বাসিন্দাদের সরানোর কাজ শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এদিন কড়া হুঁশিয়ারি দিলেন ডি ভিসিকে।
এদিকে আজ ঘূর্ণিঝড় ‘দানা’ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে আগামীকাল বুধবার প্রবল ঘূর্ণিঝড় রূপ নেবে। বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড় পৌঁছবে বাংলা ও উড়িষ্যার উপকূলে বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর। এ বিষয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘আমরা একদিন আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। ১৩ তারিখ থেকে সমুদ্র এবং সংলগ্ন এলাকার গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে। বন্ধ রাখা হচ্ছে ফেরি সার্ভিস। এই পরিস্থিতি মোকাবিলা করতে সাত জেলায় পাঠানো হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারিদের’।
অন্যদিকে দুর্গাপুজোর প্রাক্কালে ভারী বৃষ্টির সময় ডিভিসি অতিরিক্ত জল ছেড়ে দেওয়ায় দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। তাতে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তাঁর ফলে ডিভিসিতে থাকা প্রতিনিধি প্রত্যাহার করে নিয়েছিলেন। আজ মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সুর চরিয়ে বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ করা হয়েছে। ডিম এসপিদের সতর্ক থাকতে বলা হয়েছে। বহু মানুষকে উদ্ধার করে নিরাপদ এ নিয়ে আসা হয়েছে ।যারা জনপ্রতিনিধি তাদের নির্দেশ দেওয়া হয়েছে এলাকায় থাকতে। মানুষের সহযোগিতা করতে। পর্যাপ্ত খাবারের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যখন বৃষ্টিতে ভাসবে তখন তোমরাও জল ছেড়ে আরো ভাসিয়ে দেবে এটা হবে না। আমি আগে থেকেই জানিয়েছি এই কদিন যেন ডিভিসি জল না ছাড়ে’।
এছাড়াও আগামীকাল ২৩ শে অক্টোবর থেকে তিন দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ,হুগলি, কোলকাতা, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের স্কুল ছুটির কথা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ফেরি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের এখন থেকে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যে উপকূলের জেলাগুলিতে শুরু হয়েছে মাইকিং।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *