
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- কাশ্মীরে জঙ্গি হামলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক বাঙালি পর্যটকের। মৃত ওই পর্যটকের নাম বিতান অধিকারী। তিনি কোলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। অনন্তনাগে জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হওয়ার পরই তাঁর চিকিৎসার জন্য যখন হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয় ।
জানা গেছে, বিতান অধিকারী তাঁর তিন বছরের শিশু সন্তানও স্ত্রী সোহিনী অধিকারীকে নিয়ে সপরিবারে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। এদিন অনন্তনাগের বৈসরণ উপত্যকায় বেড়াতে গিয়েছিলেন তাঁরা। বেলা প্রায় আড়াইটা নাগাদ সাধারণ পোশাকে ওই জায়গায় জঙ্গিরা এসে পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায়। তখনই গুরুতর আহত হয়েছিলেন বিতান অধিকারী ।আরো জানা গিয়েছে, বিতান অধিকারী কর্মসূত্রে আমেরিকার ফ্লোরিডায় থাকেন । সম্প্রতি দেশে ফিরে সপরিবারে বেড়াতে গিয়েছিলেন। এদিন এই মর্মান্তিক মৃত্যুর খবর এ বৈষ্ণব ঘাটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়েই বৈষ্ণবঘাটার বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। কাশ্মীরের স্বামীর মৃতদেহের পাশে থাকা সোহিনীর সঙ্গে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলিয়ে দেন তিনি ।এই বিপদের দিনে পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সমস্ত সহযোগিতা প্রদানের আশ্বাসও দিয়েছেন তিনি। ময়না তদন্তের পরই দেহ পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা হবে বলে জানা গিয়েছে। এদিকে খবর পওয়া গেছে, আরও ২জন বাংলার পর্যটকের মৃত্যু হয়েছে এরা হলেন,
পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মণীষ রঞ্জন এবং বেহালার সখের বাজারের সমীর গুহ।এই নিয়ে মোট ৩জন বাঙালি পর্যটকের মৃত্যু হয়েছে।

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০