জয়নগরে নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় ফাঁসির সাজা ঘোষণা

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- জয়নগরের নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে ফাঁসির সাজা ঘোষণা করল বারুইপুরের অ্যাডিশনাল ডিসট্রিক সেশান ফাস্ট ট্র্যাক কোর্ট । এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মুস্তাকিম সর্দারকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। বৃহস্পতিবার জানানো হয় শুক্রবার সাজে ঘোষণা হবে।সেই মতই আজ অভিযুক্তকে  ফাঁসি সাজা ঘোষণা করলো বারুইপুরের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারপতি সুব্রত চ্যাটার্জী। ঘটনার ৬২ দিনেই সাজা ঘোষণা করল আদালত।

প্রসঙ্গত চলতি বছরে ৪ঠা অক্টোবর নবম শ্রেণীর ছাত্রী জয়নগরের কৃপাখালির বাসিন্দা স্থানীয় কোচিং সেন্টারে পড়ে বাড়ি ফেরার পথে ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়।
বাড়ির লোকে সঙ্গে পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজ চালায়। স্থানীয় কুলতলী থানার পুলিশ শেষমেষ  বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বের মধ্যে একটি পুকুর থেকে  উদ্ধার হয় নাবালিকার দেহ। রাতেই পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে। এই ঘটনায়  উত্তেজিত জনতা পুলিশের গাড়িও ফাঁড়িতে আগুন লাগিয়ে দেয়। জনতা পুলিশ খন্ড যুদ্ধের জনতা সহ  বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন।
ওই নাবালিকার মৃতদেহ ময়নাতদন্তির পাশাপাশি পসকো মামলা রজু করে ঘটনা তদন্তের জন্য বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশ ঢালির নেতৃত্বে  একটি সিট গঠন করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। গত ৩০ শে অক্টোবর চার্জশিট জমা দেওয়া হয় বারইপুর আদালতে। এরপর শুরু হয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচার প্রক্রিয়া। মামলায় সাক্ষ্য দেন মোট ছত্রিশ জন। শেষমেষ সব পক্ষের বক্তব্য শুনে ও তথ্য প্রমাণ খতিয়ে দেখে বৃহস্পতিবারই বারুইপুর পসকো আদালত মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করে। আর আজ অভিযুক্তকে ফাঁসির সাজা সোজা ঘোষণা করলো আদালত।  এদিকে আজ অভিযুক্তর ফাঁসির সাজা হওয়ায় খুশি নির্যাতিতার পরিবারের সদস্যরা।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *