
তোতন দাস, বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বিদ্যালয় চত্বরে মম করছে খাবারের গন্ধে, মঙ্গলবার দুপুরের মিড ডে মিলে ৩৬ রকম পদে এলাহি আয়োজন,ডায়মণ্ডহারবার মহকুমার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল তিথি ভোগ উৎসব।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলা খাদ্য দপ্তর ও কেন্দ্রীয় সরকারের এর পি এম পোষন প্রকল্পের আওতায় তিথি ভোগ উপলক্ষ্যে এই অভিনব আয়োজন বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন তিথি ভোগ উৎসব উপলক্ষে ফলতা সমষ্টি উন্নয়ন আধিকারিক সানু বক্সী , ফলতার বিধায়ক শংকর কুমার নস্কর , ফলতা ব্লক সভাপতি সঞ্চিতা মন্ডল,সহ অন্যান্য বিশিষ্টজনেরা বিদ্যালয়ে উপস্থিত ছিলেন ।

এদিনের তিথি ভোগ উৎসব প্রসঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানান হয়, “প্রায় ৪০০জন পড়ুয়ার জন্যে আজ ৩৬ রকমের খাবার তৈরি করা হয়েছে। বছরের বিভিন্ন সময় আমাদের বিদ্যালয়ে যে সব বিশেষ পদ গুলো থাকে, সেগুলো সবই ছিল। এছাড়াও কিছু চিত্তাকর্ষক খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি শিক্ষার্থী খুব আনন্দ পায়। আজকের খাবারের পদগুলিতে ছিল- ভাত, ডাল, আলুভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কলমী শাক ভাজা, ঢেঁড়শ ভাজা, বরবটি ভাজা, সোয়াবিন তরকারি, পনির কোপ্তা, এঁচড় চিংড়ি, পটল চিংড়ি, কুমড়ো পুঁই শাক চিংড়ি, ঝিঙে আলু পোস্ত, চিংড়ির মালাইকারি, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, মাংসের তরকারি, ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ডিমের তরকারি, আমের চাটনি, পাঁপড়, পায়েস, দই, রসগোল্লা, সন্দেশ , আইস ক্রিম, চিকেন পাকোড়া, ভেজ পাকোড়া, ফুচকা, স্যালাড, তরমুজ – আপেল – খেজুর, বেগুনী, হজমোলা, লস্যি”। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়,সরকারী নির্দেশ অনুসারে আমরা সবসময় প্রস্তুত এবং আমাদের এই কাজে আমার সহযোগী শিক্ষক শিক্ষিকারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।
বিদ্যালয় কর্তৃপক্ষের এমন আয়োজনে পেট ও মন যে ভালোই ভরেছে তা ধরা পড়ল খুদে পড়ুয়াদের হাসি মুখে।

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০