‘টাকা চাইলে অ্যাকশন’- আলিপুরদুয়ার থেকে কড়া হুঁশিয়ারি দিলেন মমতা

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির সরকারি আধিকারিকদের নিয়ে আজ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সরকারি আধিকারিকদের তিনি দিলেন একাধিক পরামর্শ। সেখানে তিনি সমস্ত আধিকারিকদের উদ্যেশে মানুষের কাছাকাছি অর্থাৎ ফিল ভিজিট করতে বললেন।

 এদিন মুখ্যমন্ত্রী সরকারি আধিকারিদের পরামর্শ দিয়েছেন।‘ অন্যদিকে মন না দিয়ে, কাজে মন দিতে হবে। কাজের জন্য একটা ভালো অফিসারকে মানুষ মনে রাখে। খারাপ কাজ করলে মানুষ ঘৃণা করে। সবাইকে বলবো ফিল ভিজিট করতে’। সেই সঙ্গে তিনি জানান, মুখ্যসচিব জেলা সফরে এসে যদি ফিল ভিজিট করতে পারেন তাহলে মাঠে যাওয়া চা বাগানে যাওয়া বিডিও এসডিও ডিএমদের  করা উচিত।। আগের মত ফিল্ড ভিজিট করছেন না আমি মনে করেই করিয়ে দিচ্ছি,আবার সেই কাজ শুরু করুন। পাশাপাশি তিনি বলেন,’ ভোটের জন্য ছয় মাস নষ্ট হয়েছে কাজ থেমে থাকলে হবে না। বনদপ্তর গাছের প্ল্যানিং করুন টাইমলাইন মেনে কাজ শেষ করতে হবে। ফেব্রুয়ারি মাসে শেষ করা উচিত। সব কাজে আমরা নজরদারি করব। ভাববেন না এই জায়গা থেকে কোলকাতার অনেক দূরত্ব। এক সেকেন্ডে যোগাযোগ করা যায়’। সেই সঙ্গে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ১৩৮ প্রকল্প রূপায়ণে এই জেলা দেরী হয়েছে। কেন দেরি হয়েছে? দপ্তরগুলোকে শেষ করতে হবে। পানীয় জলের প্রকল্প দেরি হয়েছে ।এদিন এই প্রশ্নগুলো তুলে
 মুখ্যমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পে টাকা লাগবে না। টাকা নেওয়ার অভিযোগ আসলেই অ্যাকশান। সে যেই নিক না কেন নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। কিছু কাজ দায়সারা ভাবে শেষ করা হচ্ছে। সব জেলাকে এ বিষয়ে সতর্ক করছি। যে পয়সা চাইবেন তার বিরুদ্ধে এফআইআর আর অ্যাকশান নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন  বলেন ‘আমি মিটিং না করলে কাজ হবেনা? জেলাশাসককে তো উদ্যোগ নিতে হবে। শিল্পের জন্য এমন জায়গা দেখুন যেখানে অ্যাপোচ রোড রয়েছে না, হলে হবে না। এখন থেকে কাজ এমনভাবে করতে হবে যেখানে জনসংযোগ ও যোগাযোগ আছে’।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:-৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *