ট্রলি ব্যাগে দেহ ফেলতে গিয়ে পুলিশের জালে মা ও মেয়ে!খুনের নেপথ্যে পারিবারিক বিবাদ না অন্য কোন কারন খতিয়ে দেখছেন তদন্তকারীরা

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- কোলকাতার কুমারটুলি গঙ্গার ঘাটে  ট্রলি ব্যাগের মধ্যে  দেহ উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, সুমিতা ঘোষ নামে এক মহিলাকে খুন করা হয়েছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম স্টেশন লাগোয়া বীরেশপল্লীর একটি ভাড়াবাড়িতে বলে অভিযোগ। এরপরই দেহ টলি ব্যাগে ভরে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে কোলকাতার উদ্দেশ্যে রওনা দেয় অভিযুক্ত ফাল্গুনী গুহ ও তাঁর মা আরতি গুহ বলে অভিযোগ।

সংবাদমাধ্যমে খবর দেখে স্থানীয় বাসিন্দার অভিযোগ করে বলেন,মা ও মেয়ের বেলাগাম জীবন যাত্রায় অভ্যস্ত ছিলেন। প্রায় রাতে  অপরিচিত যুবকরা এই বাড়িতে যাতায়াত করতে বলে প্রতিবেশীরা অভিযোগ করেন। গভীর রাত পর্যন্তই বাড়িতে মধুচক্র চলত বলেও অভিযোগ। তারা বিষয়টিকে পুরোসভা কে জানিয়েছিল। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত সুমিতা ঘোষ অভিযুক্ত ফাল্গুনী গুহর সম্পর্কে  পিসি শাশুড়ি। গত প্রায় ১৫ দিন আগে ফাল্গুনী গুহের বাড়িতে আসেন সুমিতা ঘোষ। তার আগে প্রায় তিন বছর অন্যত্র ছিলেন। পাশাপাশি আরো জানা গেছে, ঘটনার সময় সুমিতা ঘোষের সঙ্গে ফাল্গুনী গুহর বচসা চলাকালীন সুমিতাকে ধাক্কা দিলে। দেয়ালে মাথা ঢুকে যায় সুমিতা ঘোষের। এর ফলেই  সংজ্ঞা হীন হয়ে পড়েন তিনি। কিছু পরে সংজ্ঞা ফিরলেই তার উপরে হামলা চালান সুমিতা বলে অভিযোগ। সে সময় ইট দিয়ে ওই মহিলাকে খুন করা হয় বলে অভিযোগ। সেখান থেকে উত্তর ২৪ পরগনা মধ্যমগ্রাম স্টেশন রোডের ধারে একটি দোকান থেকে বড় টলি ব্যাগ কেনেন তিনি ও তাঁর মা আরতি ঘোষ।দেহ টলি ব্যাগ ভরে একটি ট্যাক্সিতে করে উত্তর ২৪ পরগনা বারাসাতের কাজীপাড়া স্টেশনে। সেখান থেকে ট্রেনে করে পৌঁছান পার্কসার্কাস স্টেশনে।আবার সেখান থেকে ফের ট্যাক্সি করে পৌঁছান কুমারটুলি ঘাটে।  তবে খুনের নেপথ্যে পারিবারিক বিবাদ না কি অন্য কোন কারন রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।ইতিমধ্যে নর্থপোর্ট থানা থেকে মামলাটি গ্রহন করেছে মধ্যমগ্রাম থানা।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন:-৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *