
তোতন দাস,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- তখন ভোর পাঁচটা সাড়ে পাঁচটা,রাতের অন্ধকার কেটে সবে আলো ফুটছে, স্টেশন চত্তরে দু-একটা চায়ের দোকানের ঝাঁপ খুলেছে,ইতিমধ্যে পুলিশের আনাগোনা দেখে এক বৃদ্ধ দোকানদার বলল কিছু একটা হয়েছে। শিয়ালদা স্টেশন এর বাইরে সন্দেহজনক এক ব্যক্তিকে ঘোরা ফেরা করতে দেখেই আটক করে এস টি এফ। ব্যাগে তল্লাশি চালাতেই মেলে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গুলি ।ধৃতের নাম নাম হাসান শেখ। তিনি মালদহের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদহ স্টেশনের বাইরের চত্বরে এক সন্দেহ বা জন ব্যক্তিকে আটক করে করে এস টি এফ। ওই ব্যক্তি হাটে বাজারে এক্সপ্রেসের যাত্রী ছিলেন। স্টেশনে নামতেই তাঁকে তল্লাশি চালানো হয়। পরে ব্যাগ খুলতেই পাওয়া যায় আগ্নেয়াস্ত্র ও গুলি, ওই ব্যক্তির কাছ থেকে মোট ছয়টি আগ্নেয়াস্ত ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে এস টি এফ।
এর পর তাকে আটক করা হয়। স্টেশনে এসটিএফ আধিকারিকরা সিজার লিস্ট তৈরি করেছেন। ইতিমধ্যে অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পেরেছে, ওই ব্যক্তি বিহার থেকে অস্ত্র নিয়ে আসছিল। বিহারের মানসিং থেকে কোলকাতায় অস্ত্র আসে। মালদহের কালিয়াচক থেকে ট্রেন কোলকাতায় অস্ত্র নিয়ে এসেছিলেন। অস্তগুলি বিহারের খাগাড়িয়ায় তৈরি। আর সেখান থেকেই সড়ক পথ ধরে মানসিংয়ে নিয়ে আসা হয়। আবার সেখান থেকে কালিয়াচক হয়ে ট্রেনে কোলকাতায় আনা হয়। এবিপুল অস্ত্র কোথায় যাচ্ছিল? কে বা কারা সে বরাদ দিয়ে ছিল? সে প্রশ্নর উত্তর খুঁজছেন অভিজ্ঞ তদন্তকারীরা। গোয়েন্দাদের কাছেই আগে থেকে সূত্র মারফত একে বারে নির্দিষ্ট খবর ছিল,আর সেই মত গোটা অপারেশন চালান এসটিএফ।সূত্রের খবর, দ্রুত সিজার লিস্ট তৈরী করে ধৃতকে আজই (সোমবার) আদালতে পেশ করে নিজেদের হেপাজতে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাতে চাইছেন অভিজ্ঞ তদন্তকারীরা ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০