
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ডাক্তারের লোগো লাগানো স্টিকার দূর থেকে বোঝার কোন উপায় নেই। কিন্তু রাস্তায় নাকা চেকিং শুরু হতেই দেখা গেল ওই গাড়ির ভিতরে প্রচুর গাঁজা। সেই সঙ্গে নগদ টাকা। ঘটনা কি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।
সে সময়ে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কুরালি মোড়ের নাকা চেকিংএর সময় ডাক্তারের স্টিকার লাগানো একটি প্রাইভেট গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ১২০ কেজি গাঁজা ও নগদ ১ লক্ষ ৮৮ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, উড়িষ্যার বালাসোরের বাসিন্দার বাসন্তী সেনাপতি সহ গাড়ির চালক দেবনাথ নস্কর,শৌভিক বৈদ্য, কার্তিক নস্কর কে গ্রেফতার করে পুলিশ। আর ও জানা গেছে, সৌভিক বৈদ্য ক্যানিং আর কার্তিক নস্কর কুলতলির বাসিন্দা।
ধৃতদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। এ বিষয়ে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস সংবাদমাধ্যমকে জানান, “গাড়িটি কার তা খতিয়ে দেখা হচ্ছে। কোথায় আর কোন উদ্দেশ্যে মাদক নিয়ে যাওয়া ছিল তাও তদন্ত করে দেখা হচ্ছে। তবে পুলিশের প্রাথমিকভাবে অনুমান, ধৃতদের আসল উদ্যেশ্য ছিল পাচার। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০