
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সেই সাথে উত্তর উড়িষ্যার উপর ঘনীভূত হওয়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে শুরু হয়েছে প্রবল বর্ষণ। আলিপুর আবহাওয়া দপ্তরে থেকে জানা গিয়েছে, এই নিম্নচাপ এখন ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে ঝাড়খন্ড ও উত্তর ছত্রিশগড় দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে।এরফলে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়েছে।মৎস্যজীবিদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্র নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে সোমবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছিল। মঙ্গলবার রাতভোর বৃষ্টি। কোলকাতা দক্ষিণ ২৪ পরগনা ,উত্তর২৪ পরগনা ,হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ,পুরুলিয়া ,ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এরমধ্যে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া তে কমলা সতর্কতা জারি রয়েছে। কারণ এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৬ ডিগ্রি। আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। সেই সাথে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে। আরো জানা গেছে, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও চলতি সপ্তাহের শেষের দিকে আবারো বৃষ্টির দাপট বাড়তে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ,কালিংপং ,জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সাথে আরও জানা গেছে, বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্র ও শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমবে বলে পূর্বাভাস।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০