দুর্গাপুরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মোদী  

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  পশ্চিমবঙ্গের দূর্গাপুর থেকে রাজ্যের জন্য একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিকেলে নেহেরু স্টেডিয়ামে প্রশাসনিক সভা  অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যপাল  সি ভি আনন্দ বোস, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর, রাজ্যসভার সংসদ শ্রমিক ভট্টাচার্য প্রমুখ।  

 এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার ৭ প্রকল্পের শিলান্যাস করে তিনি বলেন, ‘দুর্গাপুর ভারতের অন্যতম শক্তি কেন্দ্র। ভারতের বিকাশে দুর্গাপুরের বড় ভূমিকা রয়েছে। তিনি আরো বলেন, বাংলায় পরিকাঠামো, জ্বালানি, পরিবহন ও পরিবেশ নিয়ন্ত্রণে একাধিক নতুন প্রকল্প প্রকল্প শুরু হচ্ছে, যার প্রত্যক্ষ সুফল পাবেন বাংলার মানুষ।

  প্রধানমন্ত্রী এদিন প্রায় সাড়ে ৫হাজার কোটি টাকার ও বেশী মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করেন ।এরমধ্যে রয়েছে, সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্প, বাঁকুড়া ও পুরুলিয়ার জন্য ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনে চালু হচ্ছে নতুন গ্যাস সংযোগ প্রকল্প এতে বিনিয়োগ ধরা হয়েছে প্রায় ১৯৫০ কোটি টাকা। এছাড়াও রয়েছে দুর্গাপুর -কোলকাতা গ্যাস পাইপ লাইন। প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অধীনে দুর্গাপুর থেকে কোলকাতা পর্যন্ত ১৩২ কিমি গ্যাস পাইপলাইন বসানো হবে, যা পরবর্তীতে হলদিয়া পর্যন্ত প্রসারিত হবে । দুর্গাপুর ও রঘুনাথপুরের দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা। দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন। এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের রঘুনাথপুর কেন্দ্র এই দুই জায়গায় প্রায় ১৪৫৭ কোটি টাকার পরিবেশবান্ধব দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বসানো হবে। পাশাপাশি রেল পরিকাঠামো উন্নয়নে পুরুলিয়া থেকে কোলকাতা পর্যন্ত রেললাইন দ্বিগুণ করার প্রকল্পে সূচনা হলো।এর ফলে জামশেদপুর ধানবাদ বোকারো সহ একাধিক শিল্পাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরো সহজ ও দ্রুত হবে। সেই সাথে প্রধানমন্ত্রীর এদিন জানান, বিগত ১০ বছরে  রাজ্যে গ্যাস সংযোগের ক্ষেত্রে ‘অভাবনীয় অগ্রগতি’ হয়েছে।  বাংলায় ২০ থেকে ৩০ লক্ষ ঘরে পাইপলাইনে গ্যাস পৌঁছছে বলে তিনি দাবি করেন। আর এসব প্রকল্পে আরো বহু মানুষের কর্মসংস্থান নিশ্চিত করবে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *