নার্স পদে স্থায়ী চাকরির দাবি তুলে কোলকাতায় বিক্ষোভ

রাজ্য স্বাস্থ্য

তোতন দাস,বাংলার চাণক্য নিউজ ডেস্ক :- নার্সিং প্রশিক্ষণ নিয়ে একেবারে বসে আছেন।
এবার নিয়োগ নিয়ে কোলকাতার রানিরাসমণি রোডের এক ধারে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করলেন নার্স পদপ্রার্থীরা। মঙ্গলবার বহু নার্স ,প্লাকার্ড,ফেসটুন নিয়ে মিছিলও করেন। আন্দোলনরত নার্সেস কমিউনির অভিযোগ গত দু’বছর ধরে নার্স পদে নিয়োগ করা হচ্ছে না, রাজ্য সরকারকে এ নিয়ে একাধিকবার জানানো হয়েছে বলে দাবি করেন আন্দোলনরত নার্সরা।  কিন্তু কোন   কাজের কাজ হয়নি। আর এর জন্যই আজ তাঁরা বিক্ষোভ অবস্থানে বসেছেন বলে জানান নার্স পদপ্রার্থীরা।


আন্দোলনকারীদের অভিযোগ স্বাস্থ্য ভবনে তিনবার ডেপুটেশনও জমা দেওয়া হয়েছে। তবে কোন নিয়োগ করা হচ্ছে না। ২০২২ সালের পর থেকে আর কোন নিয়োগ হচ্ছে না। আরো অভিযোগ করে বলেন, গ্রামীন এলাকা গুলিতে নার্সের সংকট রয়েছে। এমত অবস্থায় অস্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে।  যদিও তাঁরা দাবি করে বলেন,কোন ভাবে নিয়োগ করা হচ্ছে না অবিলম্বে স্থায়ী নিয়োগ করা হোক।
এদিকে আন্দোলনরত নার্সরা জানান, প্রশিক্ষন নিয়ে প্রায় ২০হাজার নার্স বসে রয়েছেন। শুধু ওবিসি নিয়ে মামলার জন্য নার্সিং পদে নিয়োগ হচ্ছে না বলে সরকার অজুহাত দিচ্ছে। কিন্তু এই নিয়োগ তো আগেই হয়ে যাওয়া উচিত ছিল বলে তাঁরা দাবি করেন। পাশাপাশি সুরে চড়িয়ে বলেন, নিয়োগের দাবি না মানলে আবারো আন্দোলনের নামা হবে বলে  হুঁশিয়ারি দেন ।আন্দোলনকারীরা এদিন বলেন,স্বাস্থ্য ভবনের ডেপুটেশন দেওয়া হবে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *