নিম্নচাপের জেরে বঙ্গে ভারী বৃষ্টিরপূর্বাভাস, গঙ্গাসাগরে চলছে মাইকিং

রাজ্য

রমেশ রায়,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-আবারো বঙ্গে নিম্নচাপে জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। বৃষ্টির সঙ্গে ঝুড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর শুনে গভীর সমুদ্র থেকে বন্দরের দিকে একে একে ফিরে আসছে মৎস্যজীবীরা।

গত কয়েকদিন ধরে সুন্দরবনের গঙ্গাসাগর পাথরপ্রতিমা নামখানা কাকদ্বীপ সহ একাধিক জায়গায় চলছে বৃষ্টি। বুধবার সকাল থেকে বৃষ্টির না হলেও  কালো মেঘে ঢেকে রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। কয়েকদিন টানা বৃষ্টির ফলে সুন্দরবনের একাধিক জায়গায় নদী বাঁধ দুর্বল হয়ে রয়েছে ,জলোচ্ছ্বাস হলে নদী বাঁধ ভাঙা এবং বাঁধ উপচে জল ঢুকতে পারে এমনই আশঙ্কা করে ওই সমস্ত এলাকায় প্রশাসনের তরফ থেকে নজর রাখা হয়েছে দুর্বল নদী বাঁধ গুলির ওপর।মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন  ঘোড়ামারা দ্বীপ। সেখানে পঞ্চায়েত ও সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে দুর্বল এবং মাটির বাড়ি থেকে বেশ কয়েকজন মানুষকে সরিয়ে নিয়েছে রাখা হয়েছে ফ্লাট সেন্টারে। দমকা হাওয়া না থাকায় সুন্দরবনের ফেরি সার্ভিস এবং গঙ্গাসাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকে চালু রাখা হয়েছে ভেসেল পরিষেবা। সুন্দরবনের একাধিক জায়গায় প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং প্রচার।

গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম এর সামনে সমুদ্র সৈকতে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা  মাইকিং করছেন। মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসার কথা বলা হচ্ছে এবং পুণ্যার্থীদের সমুদ্রের নামার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন প্রশাসন। এবিষয় সাগর ব্লক সমষ্টি উন্নয়ণ আধিকারীক কানহাইয়া কুমার রায় জানান,গতকাল থেকে মাইকিং করা হয়েছে। ঘোড়ামারা দ্বীপের কিছু মানুষজনকে সরিয়ে নিয়ে আসা হয়েছে রিলিফ ক্যাম্পে ।তবে দুর্যোগ মোকাবেলার জন্য প্রশাসন সমস্ত ধরনের প্রস্তুতি মূলক ব্যবস্থা নিয়েছে । 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *