
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সম্পতি একটি নতুন পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এর মাধ্যমে সরকারি ও বেসরকারি হাসপাতাল গুলিকে এবার বাধ্যতামূলকভাবে পথ দুর্ঘটনায় মৃত রোগীদের ডেথ অডিটের তথ্য সরকারি পোর্টালের জমা দিতে হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলও দুর্ঘটনায় মৃতদের মৃত্যুর কারণ এবং আহতদের চিকিৎসা গতি আনা। সেই সঙ্গে আগামী দিনে দুর্ঘটনা সংখ্যা কমানো। শুধু মাত্র মৃত্যুর কারণ নয় আহতদের ধরন চিহ্নিতকরণ , দুর্ঘটনার স্থান প্রকারভেদ এছাড়াও হাসপাতালে পৌঁছানোর সময় পর্যালোচনা করা হবে।
গত বুধবার রাজ্য স্বাস্থ্য দপ্তর এবিষয় একটি বিজ্ঞপ্তিজারী করেছে। সেখানে জানানো হয়েছে, সব সরকারি ও বেসরকারি হাসপাতালে পথ দুর্ঘটনায় আহতদের হয়ে মৃত রোগীর যাবতীয় তথ্য সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরের ডিজিটাল ফরমেটে জমা দিতে হবে। আর সেই তথ্যের উপর ভিত্তি করে স্বাস্থ্য দপ্তর ‘ডেথ অডিট’ রিপোর্ট তৈরি করবে। এর মাধ্যমে জানা যাবে একাধিক বিষয়। সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলি চিহ্নিত করা হবে, যেমন দুর্ঘটনা স্থল থেকে হাসপাতাল দূরত্ব কত ছিল? হাসপাতালে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সময় কত ছিল? কোন ধরনের যানবাহন যেমন বাসগাড়ী বাইক ইত্যাদি। কোন জায়গায় পথচারীর বেশি দুর্ঘটনাশিকার হচ্ছে। কোন ধরনের আঘাত বেশি প্রাণঘাতি হচ্ছে। যেমন মাথা, মেরুদন্ড, বুক ইত্যাদি ।আর এই পরিপ্রেক্ষিতেই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সঠিক পরিকল্পনা অনুযায়ী আরো উন্নত চিকিৎসা ব্যাবস্থা এবং হাসপাতালে ব্যবস্থা করার জন্য জন্য সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে সরকারি স্বাস্থ্য দপ্তর চেষ্টা করবে দুর্ঘটনা জনিত মৃত্যুর হার কমাতে । সেই সঙ্গে দুর্ঘটনা প্রবণ এলাকা গুলিতে ট্রমা কেয়ার সেন্টার বা বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এই নতুন উদ্যোগটি কত দুর্ঘটনা এবং দুর্ঘটনার জন্য মৃত্যু কামানোর ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০