
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সুন্দরবন অঞ্চলের ক্রমশ পরিবেশ পরিবর্তন সেই সঙ্গে শিশুর সুরক্ষায় উদ্বিগ্ন পরিবেশবিদ থেকে সমস্ত মহল।আর এই বিষয় নিয়েই আজ দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে বিডিও অফিসের কনফারেন্স হলে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগ, টেরে দেস হোম ও প্রাজক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সাংবাদিকদের নিয়ে সুন্দরবন অঞ্চলের দ্রুত পরিবেশ পরিবর্তন ও শিশু সুরক্ষা বিষয়ে শিশু মনে প্রভাব সম্বন্ধে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন তুলিকা দাস, টেরে দেস সংস্থার ডাইরেক্টর পৌলমী দে সরকার, বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, বারুইপুরের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ প্রামানিক, জেলা শিশু সুরক্ষা অধিকর্তা রামেন্দু মহান্তি, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কামিনী রঞ্জন রায়, শিশু সুরক্ষা আয়োগের মিডিয়া কনসালটেন্ট মহুয়া সাঁতরা; এছাড়াও এই বিষয়ের উপর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এই বিষয়ে দীর্ঘক্ষণ আলাপচারিতা করেন প্রখ্যাত পরিবেশবিদ ড. স্বাতী নন্দী চক্রবর্তী, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার ও মানব উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. পায়েল রায় চৌধুরী প্রমুখ।
এদিনের আলোচনায় উপস্থিত বিশিষ্ট জনদের সঙ্গে সুন্দরবনের পরিবেশ পরিবর্তন এবং এলাকার আর্থসামাজিক মান উন্নয়নের পাশাপাশি শিশুদের সুরক্ষা সহ বহু বিষয় নিয়ে সভায় অংশগ্রহনকারী সাংবাদিকদের মত-বিনিময় হয়।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:-৯১৫৩০৪৩৩৮০