
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রবিবার থেকে নিখোঁজ থাকার পর সোমবার দুপুরে থেকে বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্ব একটি পুকুরে এক ছাত্রীর দেহ উদ্ধার করল পুলিশ। মৃত ওই নাবালিকা ছাত্রী কাকদ্বীপের মাধবনগর হাইস্কুলের পঞ্চম শ্রেণীতে পড়ত। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের হারুর পয়েন্ট কোস্টাল থানার শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর ৯ নম্বর এই এলাকায়। ওই মৃতদেহটি উদ্ধার করে পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে। ঘটনা তদন্ত শুরু হয়েছে। মৃত ওই ছাত্রী পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে জমি সংক্রান্ত বিবাদের এই খুন হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন অভিজ্ঞ তদন্তকারীরা ।ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে তদন্তকারীরা মনে করছেন ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃতিক কারণ জানা যাবে জানা যাবে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,গত রবিবার রাত্রে ওই গ্রামে একটি জলসা ছিল।সেখানে গিয়েছিল ওই নাবালিকা।তবে দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে পুলিশ। রাতভর পরিবারের লোকজন, পুলিশ ও প্রতিবেশীরা খোঁজচালায়।পরে এদিন দুপুরে বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি পানের বরজের পিছনের পুকুরের ওই নাবালিকার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ পুকুর থেকে একটু দূরেই মাঠের মধ্যে তাঁর মাথার ক্লিপ, হেয়ার ব্যান্ডও পাওয়া গিয়েছে সেখানে রক্ত চিহ্ন মিলেছে বলেও দাবি করেন। পাশাপাশি মৃতের পরিবারের আত্মীয়রা সংবাদমাধ্যমে বলেন, “পরিকল্পনা করে খুন করে দেহ পুকুরে ফেলে দিয়েছে। প্রতিবেশী একটি পরিবারের সঙ্গে আমাদের জায়গা নিয়ে গন্ডগোল ছিল। সেই রাগ মেটাতেই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন”। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা এলাকা ঘিরে রেখেছে তদন্তকারীরা ।তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, ময়না তদন্তের রিপোর্টের পর পুরো ব্যাপারটা পরিষ্কার হবে।

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:-৯১৫৩০৪৩৩৮০