প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বকখালির সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু পর্যটকের

রাজ্য

রমেশ রায়,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বেশ কিছুদিন ধরেই চলছে প্রাকৃতিক দুর্যোগ ।প্রশাসানের তরফে সমুদ্রে না নামার পরামর্শ দিয়ে চলে মাইকিং প্রচার অভিষান ।তবে সব নিষেধাজ্ঞাকে বুড়োআঙ্গুল দেখিয়ে  বকখালির সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক পর্যটক নাম ইমতাজুল আরফিন (২৪) । সোমবার বিভিন্ন জায়গায় এক টানা খোঁজ চালানোর পরই উদ্ধার হয় দেহ।পরে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।এই ঘটনায় বকখালিতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

 পুলিশ সূত্রে জানা গিয়েছে,  নিখোঁজ ইমতাজুল আরফিন দক্ষিণ২৪পরগণার বারুইপুর মহকুমার মল্লিকপুরের বাসিন্দা। গত বরিবার তিন জন বন্ধু মিলে বকখালিতে বেড়াতে গেয়েছিলেন।  খবর পাওয়ার পর ফ্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে স্পিডবোটে করে নিখোঁজের খোঁজে সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে। গতকাল চার  বন্ধু মিলে বকখালিতে বেড়াতে এসেছিলেন। দুপুরে  একদিকে বৃষ্টি অন্যদিকে উত্তাল সমুদ্রে  স্নান করতে নেমে আচমকা উত্তাল ঢেউয়ে তলিয়ে যায় ইমতাজুল। চোখের সামনে বন্ধুকে ডুবতে দেখে অন্যরা প্রথমে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি শুরু করেন । পরে না পেয়ে পুলিশকে বিষয়টি জানান তাঁরা।

এরপরই ফেজারগঞ্জ কোস্টাল থানা দ্রুত উদ্ধার কাজে স্পিড বোড এবং ডুবুরি নামিয়ে উত্তাল সমুদ্রের বিভিন্ন জায়গায় খোঁজ চালায়। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *