প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে পালিত হল প্রেস ক্লাব কোলকাতার ৮১তম  প্রতিষ্ঠা দিবস

অন্যান্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- প্রেস ক্লাব কোলকাতার ৮১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার মোহনবাগান মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এই প্রীতি ম্যাচে প্রাক্তন ভারতীয় একাদশ ৩-২ গোলে প্রেস ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে  দীপেন্দু বিশ্বস, আবিদ হোসেন, সঞ্জয় মাঝি গোল করেছেন।অন্যদিকে এদিন প্রেস ক্লাবের হয়ে কিংশুক প্রামাণিক ও সুমন্ত সাহা গোল করেন।
ভারতীয় একাদশ দলে  ছিলেন – মানস ভট্টাচার্য, জগদীশ ঘোষ, অমিত ভদ্র, বিদেশ বসু, কবীর বোস, অলোক দাস, প্রশান্ত চক্রবর্তী, সুমিত মুখার্জি, অমিত দাস, কৃষ্ণেন্দু রায়, দেবাশিস পাল চৌধুরী প্রমুখ। বিকেলে ক্লাব তাঁবুতে এক অনুষ্টানে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *