
তোতন দাস, বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ফলতার খাল থেকে উদ্ধার হল কুমির! দুপুরে খালে মাছ ধরতে গিয়ে চক্ষু চড়ক গাছ মৎস্যজীবিদের। ভাটার সময় খালে আটকে গেল কুমির । তবে এই খবর গ্রামে চাউর হতে খুব একটা বেশি সময় লাগেনি, দলে দলে স্থানীয় উৎসাহী মানুষ ভিড় জমায় কুমিরটিকে দেখতে। এরপর খবর দেওয়া হয় ফলতা থানায় এবং বনদপ্তরে। বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার করেন আটকে পড়া কুমিরটিকে।

স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের দিকে দক্ষিণ২৪পরগণার ডায়মন্ড হারবার মহকুমার ফলতা থানা এলাকার মল্লিকপুরের হুগলি নদীর তীরবর্তী একটি সুতি খালে ঢুকে পড়ে প্রায় পাঁচ ফুট লম্বা এবং প্রায় ৫০ কেজি ওজনের একটি কুমির। জানা গেছে, স্থানীয় মৎস্যজীবীরা এদিন খালে মাছ ধরতে গিয়ে দেখতে পায় ওই কুমিরটিকে, এর পরেই খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার রেঞ্জের উস্তি বনদপ্তরের অফিসে। বনদপ্তরের তৎপরতায় পাম্প দিয়ে খালের জল কিছু কমিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে আটকে পড়া কুমিরটিকে প্রায় ২ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হয়।

বনদপ্তর সূত্রে আরও জানা গেছে, সম্ভবত নদীর জোয়ারে সময় মাছ খেতে খালে ঢুকে পড়েছিল। ভাঁটার সময় বের হতে পারেনি।তবে উদ্ধার করা কুমিরটি পুরুষ কুমির । বর্তমানে সুস্থ আছে। তাই কুমিরটিকে সুন্দরবনের নিরাপদ কোন জায়গায় ছেড়ে দেওয়া হবে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০