
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- গত শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরে আচমকাই সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ডুবে গিয়েছিল মৎস্যজীবীদের একটি ট্রলার। নাম এফবি গোবিন্দ। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন ৯জন। শনিবার সকালে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের জন্য কাকদ্বীপ থেকে রওনা দিয়েছিল বেশ কয়েকটি ট্রলার ।অবশেষে অনেক সমস্যা বাধা বিপত্তি কাটিয়ে রবিবার সকাল থেকেই সব বাঁধা কাটিয়ে। এদিন সকাল থেকে শুরু হয় উদ্ধার কাজ। বঙ্গোপসাগরের ডুবে যাওয়া ট্রলারটি এফবি গোবিন্দ মৎস্যজীবী ট্রলার দিয়ে টেনে নিয়ে আসা হয় দক্ষিণ ২৪ পরগনা নামখানা হরিপুরের অদূরে লুথিয়ান দ্বীপে।ট্রলারটিতে তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত ৮ জন মৎস্যজীবীদের উদ্ধার করা হয়েছে। এখনও ১জন নিখোঁজ। তাঁর খোঁজে চলছে তল্লাশি। পাশাপাশি উদ্ধার হওয়া মৎস্যজীবিরা সকলকে মৃত বলে জানা গিয়েছে। চলছে দেহ সনাক্তকরণের কাজ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, সুন্দর বন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এবং সুন্দরবন পুলিশজেলার পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিক। মৎস্যজীবিদের দেহ উদ্ধারের ঘটনায় রীতিমত এই ঘটনায় নেমে আসে এলাকায় শোকের ছায়া। পরিবারের সদস্যকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের সদস্যরা।এই ঘটনা প্রসঙ্গে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা সংবাদমাধ্যমকে জানান, “বঙ্গোপসাগরে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে একটা ট্রলার ডুবে যায়। ৯জন মৎস্যজীবী নিখোঁজ হয় এই ঘটনায়। দুদিনের প্রচেষ্টায় ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়েছে।কিন্ত মানুষগুলিকে আর জীবিত ফেরানো সম্ভব হল না। ৮জন মৎস্যজীবির মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছেন।উদ্ধার হওয়া মৎস্যজীবিদের দেহ সনাক্তকরণের চেষ্টা চলছে”।
ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন:-৯১৫৩০৪৩৩৮০