
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার জীবনতলা এলাকা থেকে বড়োসর বাইক পাচার চক্রের হদিশ মিললো। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আচমকায় অভিযান চালিয়ে ২১ টি মোটর বাইক উদ্ধার করল পুলিশ ।এ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ ২জনকে গ্রেপ্তার করেছে।ধৃতদের হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ চালাতে চাইছে অভিজ্ঞ তদন্তকারীরা।
দক্ষিণ ২৪ পরগনার বারইপুর পুলিশ জেলার জীবনতলায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাসন্তীর সোনাখালী এলাকা থেকে প্রথমে মইদুল লস্কর নামে এক যুবককে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে আরও এক অভিযুক্তির নাম জানতে পারেন তদন্তকারীরা। পরে ক্যানিং মহকুমার জীবনতলার দাহারানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শাহারুল মোল্লাকে। ।
এর পরেই এই ধৃত ২ যুবককে দফায় দফাই জিজ্ঞাসাবাদ চালানোর পর ক্যানিং মহকুমার বিভিন্ন এলাকা সহ উত্তর ২৪ পরগনার বসিরহাট প্রভৃতি এলাকা থেকে উদ্ধার হয় মোট ২১টি মোটর বাইক। তবে তদন্তকারীদের অনুমান দীর্ঘদিন ধরে এই পাচার চক্র সক্রিয় ছিল। পাশাপাশি সুন্দরবন লাগোয়া বাংলাদেশে এই চোরাই বাইক পাচার হতো কিনা সে বিষয়গুলো খতিয়ে দেখছেন অভিজ্ঞ তদন্তকারীরা। এদিন ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মন্ডল সংবাদ মাধ্যমকে জানান, “গোটা চক্রটি ভাঙ্গার জন্য আমরা কাজ করছি। এখনো পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আরো কয়েকজনের নাম উঠে এসেছে, তদন্ত চলছে”। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের হেফাজতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদের পর এই চক্রের শিকরের পৌঁছতে চাইছেন অভিজ্ঞ তদন্তকারীরা ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০