বাংলায় আবারও অনুপ্রবেশ ! সুন্দরবনের ক্যানিংএ গ্রেপ্তার বাংলাদেশি যুবক

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে এবার এপার বাংলায় অনুপ্রবেশের ঘটনা এখনও ঘটছে। আর এখানেই উঠছে প্রশ্ন ? সীমান্তে কতটা নজরদারী?   কিভাবে ঢুকছে? কেনই বা আটকানো যাচ্ছে না। আর এবার শুক্রবার পুলিশের হাতে গ্রেপ্তার হলো এক বাংলাদেশী যুবক।
স্থানীয় সূত্রে জানা গেছে,,,ওপর বাংলা থেকে ইছামতি নদী পেরিয়ে এপার বাংলায় আসে এক যুবক। এরপর দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এলাকায় ঢুকে পড়ে সে। নিজেকে কিছুটা আড়াল করতে চেয়েছিল বলে অভিযোগ। তবে স্থানীয়দের তৎপরতায় ওই বাংলাদেশি নাগরিক যুবককে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ ।
অভিযোগ ওই যুবককে এলাকায় দিশাহীনভাবে ঘুরতে দেখে স্থানীয় মানুষজনদের কিছুটা সন্দেহ হয়। কথা বার্তা ছিল অসংলগ্ন। এরপরই তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার জেরে ক্যানিংয়ে চাঞ্চল্য ছড়ায় ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,যুবকের নাম হাবিবুল্লা গাজী ।বৃহস্পতি রাতে ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের বাদামতলা এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল এক যুবকে। জলপথ সীমানা পেরিয়ে এপার বাংলায় ঢুকে পড়েছিল হাবিবুল্লা গাজী। এখানে এসে কোন কাজ করবে বলেও তার পরিকল্পনা ছিল। কিন্তু ওই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় সন্দেহ আরো গাঢ় হয়। তাকে ধরে যখন  বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেন স্থানীয় বাসিন্দারা তখন ওই যুবক কোনভাবেই মুখ খোলেননি। আর তখনই স্থানীয় বাসিন্দারা ক্যানিং থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশে আসে এবং ওই যুবককে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে টানা জেরার পরই আসল সত্য সে বলে জানা গিয়েছে, তার কাছ থেকে ভারতের নাগরিকত্বের কোন বৈধ কাগজপত্র মেলেনি । পরে সে স্বীকার করে বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকার ওই যুবকের বাড়ি। ইছামতি নদী পেরিয়ে ভারতে এসেছিল সে। আর এইসব তথ্য দেওয়ার পরই অনুপ্রবেশের অভিযোগে যুবককে গ্রেফতার করা হয়। কি কারনে? সে ভারতে এসেছিল। সেটাই এখন জানতে চেষ্টা করছে পুলিশ। ধৃতকে আজ আদালত তোলা হয়। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *