
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- হাত, পা, মুখ বেঁধে খুন করা হয়েছে তরুণীকে। এর সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবন কার্যত উড়িয়ে দিচ্ছেন না অভিজ্ঞ তদন্তকারীরা। হরিদেবপুর থানা এলাকা থেকে মালিনী দাস নামে এক তরুণীর নলি কাটা দেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন। শুরু হয়েছে তদন্ত।
কোলকাতা দক্ষিণ শহরতলীর জোকার ডায়মন্ড পার্ক এলাকা থেকে তরুণী রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে । জানা গিয়েছে চলতি মাসে ১৭ ই জানুয়ারি বাড়ি তে ভাড়া নেয় ওই তরুণী। আজ বৃহস্পতিবার ২৩ শে জানুয়ারি দুপুরবেলা ক্ষত বিক্ষত গলার নলিকাটা দেহ উদ্ধার হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল চড়ায়। এরপর খবর পেয়ে পুলিশ আসে। জানা গেছে।আজ বাড়ির মালিক ঘরের দরজার নিচ থেকে গলগলিয় রক্ত বেরোতে দেখেই বাড়ির মালিক ওই ভাড়াটিয়ার নাম ধরেই ডাকতে শুরু করেন। কোন সারা শব্দ না মেলায় তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন। হরিদেবপুর থানার পুলিশ দ্রুত এসে দেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থলে আসেন ডিসি সাউথ, ওয়েস্ট এবং ফরেন্সিক অফিসার। তাদের সঙ্গে ছিল পুলিশ কুকুর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামীর সঙ্গে এখানে থাকবেন বলেই তরুণী ঘর ভাড়া নিয়েছিলেন। বুধবার ওই তরুণী একাই ভাড়া বাড়িতে ছিলেন কিন্তু কিভাবে একদিনের মধ্যেই খুন হল।সেই সঙ্গে আর এই নেপথ থেকে কে বা কারা জড়িত তারই তদন্ত শুরু করেছেন অভিজ্ঞ তদন্তকারীরা। ইতিমধ্যে লালবাজারের হোমি সাইট শাখা এবং স্লিপার ডগ দিয়ে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি আবাসনের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুলি খুঁটিয়ে দেখছেন। সেইসাথে স্বামী পরিচয় দিয়ে এখানে ভাড়া নেওয়া হয়েছিল ওই ব্যক্তির খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুনী ভাড়া নিতে এসেছি,ল বাড়ির মালিকের কাছে নিয়ে এসেছিল এক ধোঁপা। আর ও জানা গেছে, মালিনী দাস কে বাড়িতে নিয়ে আসেন সেসময় ওই তরুণী জানান, স্বামী কার্তিক দাসের সঙ্গে এখানে থাকবেন। সেই সঙ্গে নিজের আধার কার্ড সহ যাবতীয় নথিপত্র জমা নিয়ে ভাড়া নেন ওই তরুণী।

ADVT

ADVT

ADVT



ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০