
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বাবা- মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চঞ্চল্য ছড়াল বেহালায় ।খুন নাকি আত্মহত্যা ? ঠিক বুঝে উঠতে পারছেন না তদন্তকারীরা এবং পরিবার ।দুইটি দেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ।
জান গেছে, স্বজন দাস(৫৩)মুলত কোলকাতা দক্ষিণ শহরতলির বেহালার শকুন্তলা পার্কে চিমনি ওয়াটার পিউরিফায়ার এর দোকান আছে। এখান থেকেই উদ্ধার হয়েছে এই ব্যবসায়ী ও তাঁর মেয়ে সৃজা দাস(২২) ঝুলন্ত দেহ।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে,বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন স্বজন দাস। সৃজা দাস অনেকদিন ধরেই অটিজমে আক্রান্ত অসুস্থ ছিলেন।অনেক জায়গায় চিকিৎসা করেও কোন শুরাহা হয়নি। রাজ্যের বাইরেও ভিন রাজ্যের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। ওই ব্যবসায়ীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনা মহেশতলা নুঙ্গিতে। পরিবারের দাবি, শুক্রবার দুপুর১টা নাগাদ মেয়েকে চিকিৎসকে দেখানোর নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই ব্যবসায়ী।তবে দীর্ঘক্ষণ না ফেরায় ভীষণ চিন্তায় ছিলেন স্ত্রী।বিভিন্ন জায়গায় খোঁজ নিতে শুরু করেন তিনি। সন্ধ্যা সাতটা নাগাদ বেহালা শকুন্তলা পার্কে স্বজন দাসের অফিসের ঘর থেকে উদ্ধার হয় বাবা মেয়ের ঝুলন্ত দেহ। মানসিক অবসাদের কারণে মেয়েকে খুন করে নিজে আত্মহত্যা করলেন নাকি অন্য কোন এর কারণ আছে।এই পুরো বিষয়টা খতিয়ে দেখছেন পর্ণশ্রী থানার পুলিশ ।রাতে ঘটনাস্থলে যায় লালবাজারের হোমি সাইট শাখ। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছাড়ায়।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-৯১৫৩০৪৩৩৮০