বারুইপুরের জনসভা থেকে পুলিশ সুপারকে হুঁশিয়ারি শুভেন্দুর

রাজনীতি

অভিজিৎ ঘোষ দোস্তিদার,বারুইপুর,বাংলার চাণক্য নিউজ:-  হাইকোর্টের অনুমতি নিয়ে বারুইপুর পুলিশ আধিকারিকের কার্যালয়ের সামনে  জমায়েত কর্মসূচি  করলো বিজেপি নেতৃত্ব। জয়নগর ও যাদবপুর দুই সাংগঠনিক জেলার উদ্যোগে বৃহস্পতিবার এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও, প্রদেশের সম্পাদিকা তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং তাপস রায় প্রমুখ । ক্যানিং ,বারুইপুর ,সোনারপুর, জয়নগর, কুলতলী সহ জেলার বিভিন্ন জায়গা থেকে এদিন কর্মী সমর্থকরা সভায় উপস্থিত হন। বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, গত বুধবার যে আক্রমণ হয়েছে তা আমার উপরেই হয়েছে। আমার গাড়ির উপর হয়েছে। আপনাদের গায়ে কোন ও আঁচড় লাগতে দিইনি।  এই জেলায় গণতন্ত্র বলে কোন শব্দ নেই। যারা ভোটের সময় খুন করেছে তারা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এদিন পলাশ ঢালি জেলা পুলিশ আধিকারিকের  উদ্দেশ্যে তীব্র ভাষা আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, ‘ইতিহাস হয়ে যাবেন’। 
এদিন কোর্টের নির্দেশ মতো পাঁচটার সময়তেই সভা শেষ করেন শুভেন্দু অধিকারী। তারপর প্রায় তিন কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আসেন বারুইপুরের জেলা পার্টি অফিসে।জানা গেছে,কর্মীদের নিরাপদে বাড়ি ফেরাবেন বলে সেখানে বেশ কিছুক্ষন বসে থাকবেন।   

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য্ যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *